ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড: দেশের অর্থনীতির জন্য আগামী তিন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থ উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতির জন্য আগামী তিন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থ উপদেষ্টা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নগদ–ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে রবিবার (১৬ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে ২৪টি ক্যাটাগরিতে ২৭ সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। বিজয়ীরা ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী তিন মাস দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারত। বর্তমানে মুদ্রাস্ফীতি ১৪ শতাংশ থেকে কমে ৮ শতাংশে নেমে এসেছে এবং এটি আরও কমবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংস হয়নি; বরং আগস্টের কঠিন সময় পেরিয়ে এখন অবস্থার উন্নতি হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। আগামী সরকারের জন্য একটি সুসংহত অর্থনৈতিক কাঠামো নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, সাংবাদিকরা জনগণের কণ্ঠ। সঠিক তথ্য তুলে ধরলে সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। তিনি রিপোর্টিংয়ে সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কাজগুলো তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং জুরি বোর্ড চেয়ারম্যান ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ‘নগদ’-কে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে অংশীদারিত্বের আশা প্রকাশ করেন। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এই অ্যাওয়ার্ড শুধু স্বীকৃতি নয়—সাংবাদিকতার মানোন্নয়নে ডিআরইউর ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

অনুষ্ঠানে জুরি বোর্ড সদস্য, ডিআরইউর সাবেক সভাপতি, কার্যনির্বাহী কমিটির সদস্যসহ ডিআরইউ পরিবারের অনেকে উপস্থিত ছিলেন।

এই বছরের নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন ২৭ জন সাংবাদিক। এর মধ্যে দুইটি ক্যাটাগরিতে চারজন যৌথভাবে পুরস্কার পেয়েছেন।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন, সালাহ উদ্দিন জসিম, সাজ্জাদুর রহমান, রফিকুল ইসলাম, এম এ নোমান, জিয়াদুল ইসলাম, মো. শাখাওয়াত প্রিন্স, মো. শরিফুল ইসলাম, দীপন নন্দী, হারুন আর রশিদ, আবু সালেহ রনি, রাহেনুর ইসলাম, শওকত আলী, মো. জসীম উদ্দীন, এহসানুল হক জসীম, হেলিমুল আলম, শামসুল হক মোহাম্মদ মিরাজ, শাহ মো. রাশেদুর রহমান, আবু জাহেদ মুহম্মদ সেলিম, আলমগীর হোসেন, রাজিব ঘোষ, মো. ইমদাদুল হক, মো. ইউসুফ আলী, সুশান্ত সিনহা, শাহনাজ শারমীন, মেহ্দী আজাদ মাসুম, মৌসুমী ইসলাম ও হাসান আরিফ।

ডিআরইউর পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয় এবং যারা এবার পাননি, তারা ভবিষ্যতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড: দেশের অর্থনীতির জন্য আগামী তিন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নগদ–ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে রবিবার (১৬ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে ২৪টি ক্যাটাগরিতে ২৭ সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। বিজয়ীরা ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী তিন মাস দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারত। বর্তমানে মুদ্রাস্ফীতি ১৪ শতাংশ থেকে কমে ৮ শতাংশে নেমে এসেছে এবং এটি আরও কমবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংস হয়নি; বরং আগস্টের কঠিন সময় পেরিয়ে এখন অবস্থার উন্নতি হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। আগামী সরকারের জন্য একটি সুসংহত অর্থনৈতিক কাঠামো নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, সাংবাদিকরা জনগণের কণ্ঠ। সঠিক তথ্য তুলে ধরলে সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। তিনি রিপোর্টিংয়ে সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কাজগুলো তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং জুরি বোর্ড চেয়ারম্যান ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ‘নগদ’-কে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে অংশীদারিত্বের আশা প্রকাশ করেন। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এই অ্যাওয়ার্ড শুধু স্বীকৃতি নয়—সাংবাদিকতার মানোন্নয়নে ডিআরইউর ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

অনুষ্ঠানে জুরি বোর্ড সদস্য, ডিআরইউর সাবেক সভাপতি, কার্যনির্বাহী কমিটির সদস্যসহ ডিআরইউ পরিবারের অনেকে উপস্থিত ছিলেন।

এই বছরের নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন ২৭ জন সাংবাদিক। এর মধ্যে দুইটি ক্যাটাগরিতে চারজন যৌথভাবে পুরস্কার পেয়েছেন।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন, সালাহ উদ্দিন জসিম, সাজ্জাদুর রহমান, রফিকুল ইসলাম, এম এ নোমান, জিয়াদুল ইসলাম, মো. শাখাওয়াত প্রিন্স, মো. শরিফুল ইসলাম, দীপন নন্দী, হারুন আর রশিদ, আবু সালেহ রনি, রাহেনুর ইসলাম, শওকত আলী, মো. জসীম উদ্দীন, এহসানুল হক জসীম, হেলিমুল আলম, শামসুল হক মোহাম্মদ মিরাজ, শাহ মো. রাশেদুর রহমান, আবু জাহেদ মুহম্মদ সেলিম, আলমগীর হোসেন, রাজিব ঘোষ, মো. ইমদাদুল হক, মো. ইউসুফ আলী, সুশান্ত সিনহা, শাহনাজ শারমীন, মেহ্দী আজাদ মাসুম, মৌসুমী ইসলাম ও হাসান আরিফ।

ডিআরইউর পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয় এবং যারা এবার পাননি, তারা ভবিষ্যতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।