তত্ত্বাবধায়ক সরকার রিভিউ শুনানিতে নেপালের প্রধান বিচারপতি উপস্থিতি
- আপডেট সময় : ০৪:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা রিভিউ আবেদনের শুনানিতে উপস্থিত ছিলেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত। রোববার সকালে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি চলাকালে তিনি আদালতে উপস্থিত থেকে পুরো কার্যক্রম প্রত্যক্ষ করেন।
দিনের শুরুতে বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন রিভিউ শুনানি শুরু করেন। কিছু সময় পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন বেঞ্চ সংক্ষিপ্ত বিরতির জন্য এজলাস ত্যাগ করেন। বেলা ১১টা ৫৫ মিনিটে বেঞ্চ পুনরায় বসে এবং নেপালের প্রধান বিচারপতিকে সঙ্গে নিয়ে শুনানি শুরু হয়।
এ সময় বাংলাদেশের প্রধান বিচারপতি নেপালের প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। পরে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রকাশ মান সিং রাউত ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যক্ষ করা তাঁর জন্য বিশেষ অভিজ্ঞতা। তিনি দুই দেশের বিচার বিভাগীয় সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
শুনানিতে উপস্থিত ছিলেন নেপালের উচ্চ আদালতের বিচারপতি, নেপালের রাষ্ট্রদূত, বাংলাদেশের জ্যেষ্ঠ আইনজীবী ও বিচার বিভাগের কর্মকর্তারা।
দ্বিতীয় পর্বে দুপুর ১২টা ২০ মিনিটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রিভিউ শুনানি পুনরায় শুরু হয়। বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, আর ইন্টারভেনর হিসেবে যুক্ত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান আবদুল্লাহ সিদ্দিকী।
দুপুর ১টা পর্যন্ত শুনানিতে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন নেপালের প্রধান বিচারপতি। তাঁর উপস্থিতিকে বাংলাদেশ ও নেপালের বিচার বিভাগীয় সহযোগিতার এক সৌহার্দ্যপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন আদালত সংশ্লিষ্টরা।














