অ্যাটর্নি জেনারেল বলেন, এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। শেখ হাসিনাসহ আসামিদের শাস্তি না হলে শহীদ-আহতরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।
আজকের যুক্তিতর্কের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার কার্যক্রম শেষ হলো।
এর আগে বুধবার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তিতর্কে দাবি করেন, শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে প্রসিকিউশন কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। তিনি বলেন, শেখ হাসিনা আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। সাবেক আইজিপি মামুন দায় এড়াতেই রাজসাক্ষী হয়েছেন বলেও দাবি করেন তিনি।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট এ মামলার বিচার শুরু হয়। ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও ৬ কার্যদিবস ধরে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। শেখ হাসিনা ও কামালের পক্ষে তিন দিনের যুক্তিতর্ক শেষ হয় বুধবার।
মামলায় প্রসিকিউশন জানায়, রায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে তারা।
গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আনীত অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ রয়েছে। আনুষ্ঠানিক অভিযোগের দলিল ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার—যার মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠা। মামলায় সাক্ষী করা হয়েছে ৮১ জনকে।
গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে মামলার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়।