বাংলাদেশের নিরাপত্তা গতিশীলতা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা, ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কৌশল নিয়ে “Regional Geopolitical Landscape: Impacts on the Security Dynamics of Bangladesh and Ways Forward” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকার গুলশানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বিআইআইএসএস-এর যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। সেমিনারে কূটনীতিক, বিদেশি রাষ্ট্রদূত ও সামরিক অ্যাটাশে, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি এবং মিডিয়া ব্যক্তিত্বরা অংশ নেন।
স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। বিশেষ অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান বলেন, বর্তমান বৈশ্বিক ভূরাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট পারস্পরিক সহযোগিতার ওপর গভীরভাবে নির্ভরশীল। তিনি জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্টতা, নীতিনির্ধারণে দূরদৃষ্টি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন তাঁর বক্তৃতায় বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান, সামাজিক উন্নয়ন, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশ একা টিকে থাকতে পারে না; আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. আলী আশরাফ। প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস, অধ্যাপক ড. সাহাব এনাম খান এবং প্রাক্তন রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। সঞ্চালকের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন শফিউল মুজনিবীন (ট্যাজ), পিএসসি, বিএন।
বক্তারা দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান, কৌশলগত চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিশ্লেষণ করেন। তারা আঞ্চলিক সহযোগিতা, কূটনৈতিক ভারসাম্য, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দেন।
সেমিনারটি বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নীতিতে বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।



















