সাগরে ভেসে ৫দিনে কুলের নাগাদ পান মোরশেদ
- আপডেট সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে
সাগরে ভেসে ৫ দিনে কুলের নাগাল পান মোরশেদ। গুরুতর অবস্থা মোরশেদ কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন। এখানের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন, দুপুরে সমুদ্র থেকে উদ্ধার হওয়া জেলেকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীর ২০ বছরের যুবক মোরশেদ স্থানীয় এফবি সাজেদা নামে একটি মাছ ধরার ট্রলারে মাছ ধরতে সমুদ্রে যায়। ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলো।
কয়েকদিন পর ট্রলারটি দুর্ঘটনায় ডুবে যায়। এতে ট্রলারে থাকা সবাই সাগরে নিখোঁজ হন। পাঁচদিন সাগরে ভেসে থাকার পর মোরশেদকে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পাওয়া যায়।
এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অন্য একটি ট্রলার এফবি বায়েজিদ-এর হাতে তুলে দেন। এরপর জেলেরা মোরশেদকে তীরে নিয়ে আসে।
সকাল ৯টার দিকে এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান, তারা মোরশেদকে অচেতন অবস্থায় পান। জ্ঞান ফেরার পর তিনি জানান, তাদের ট্রলারটি ডুবে গেছে এবং ট্রলারে থাকা অন্য জেলেরা এখনও নিখোঁজ। তবে কিছুক্ষণ পর তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন।



















