২৬’র ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত করার শক্তি নেই: প্রেস সচিব

- আপডেট সময় : ০৫:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে।
নির্বাচন ঘিরে যারা সন্দেহের বীজ রোপন করছেন, তাদেরকে থামার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচন প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচন বিলম্ব করার কোন শক্তি নেই। নির্ধারিত সময়েই নির্বাচন হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

শুক্রবার মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে বিলম্বিত করার কোনো শক্তি নেই।
এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা সরকারের দায়িত্ব। তা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন কাজ করছে। সামাজিকভাবে দায়িত্ব হলো সবাই মিলে ভালো একটা নির্বাচন করা।