ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথ হল ট্রাজেডি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত মিরপুরের রূপনগরে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয়ে রয়েছে ১৩ লাখ রোহিঙ্গা ২৬-এর নির্বাচনে প্রার্থিতার দৌড়ে ছাত্রদলের শীর্ষ নেতারা ডিআরইউ-ভিসতা ইনডোর গেমস শুরু ১৭ অক্টোবর, খেলাধুলায় প্রাণ ফেরাচ্ছে রিপোর্টার্স ইউনিটি মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে : সেনা সদর দপ্তর জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলন, বিশ্ব শান্তির নতুন দিগন্তে ভারত ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের নোবেল শান্তি পুরস্কার থেকে ট্রাম্পের নাম বাদ কেন? জানালো কমিটি সাহিত্যাঙ্গনে শোকের ছায়া: চলে গেলেন সৈয়দ মনজুরুল ইসলাম

ঢাকায় আমনা বালুচের সফল বৈঠক, এ মাসে আসছে পাক পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসু হবার কথা জানালেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পাকিস্তানের এই সফল বৈঠক হবার পর জানা গেলো, চলতি মাসের শেষ নাগাদ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার ঢাকা সফর আসবেন। ২০১২ সালের পর বাংলাদেশে এটিই হবে কোনো পাকিস্তানি বিদেশ মন্ত্রীর প্রথম সফর।

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হলো ঢাকায়। ২০১০ সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন দুদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবার ঢাকায় বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ছিলেন বেশ উৎফুল।

তিনি সাংবাদিকদের জানান, দু’দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ও পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ স্ব স্ব দেশের নেতৃত্ব দেন। বৃহস্পতিবার বিকালে বৈঠক শেষে পররাষ্ট্রউপদেষ্টার তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান আমনা বাচুল। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বুধবার ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সবশেষ বৈঠক হয়েছিলো ২০০৫ সালে। দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এমন আলোচনাকে ইতিবাচক অবস্থান থেকে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে দুই দেশকেই মনোযোগী হতে হবে।

এছাড়া আলোচনায় একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।  আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম বলেন, পাকিস্তান পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর দেশের জন্য ইতিবাচক। অর্থনীতিকে যেহেতু আমরা গতিশীল করতে চাচ্ছি, তাই এই আলোচনা গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধসহ তাদের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়েও কথা বলা দরকার। ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়েও আলোচনা হয়েছে।

ফ্লাইট চালু হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি আমদানি-রফতানি নিয়েও বাড়বে। বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে পাকিস্তানে। বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে আমনা বালুচ বলেন, ঢাকায় এসে আমি খুশি। আলোচনা খুব চমৎকার হয়েছে। বাংলাদেশের খাবার, এখানে শপিং খুব ভালো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় আমনা বালুচের সফল বৈঠক, এ মাসে আসছে পাক পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ঢাকার সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসু হবার কথা জানালেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পাকিস্তানের এই সফল বৈঠক হবার পর জানা গেলো, চলতি মাসের শেষ নাগাদ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার ঢাকা সফর আসবেন। ২০১২ সালের পর বাংলাদেশে এটিই হবে কোনো পাকিস্তানি বিদেশ মন্ত্রীর প্রথম সফর।

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হলো ঢাকায়। ২০১০ সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন দুদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবার ঢাকায় বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ছিলেন বেশ উৎফুল।

তিনি সাংবাদিকদের জানান, দু’দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ও পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ স্ব স্ব দেশের নেতৃত্ব দেন। বৃহস্পতিবার বিকালে বৈঠক শেষে পররাষ্ট্রউপদেষ্টার তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান আমনা বাচুল। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বুধবার ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সবশেষ বৈঠক হয়েছিলো ২০০৫ সালে। দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এমন আলোচনাকে ইতিবাচক অবস্থান থেকে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে দুই দেশকেই মনোযোগী হতে হবে।

এছাড়া আলোচনায় একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।  আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম বলেন, পাকিস্তান পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর দেশের জন্য ইতিবাচক। অর্থনীতিকে যেহেতু আমরা গতিশীল করতে চাচ্ছি, তাই এই আলোচনা গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধসহ তাদের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়েও কথা বলা দরকার। ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়েও আলোচনা হয়েছে।

ফ্লাইট চালু হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি আমদানি-রফতানি নিয়েও বাড়বে। বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে পাকিস্তানে। বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে আমনা বালুচ বলেন, ঢাকায় এসে আমি খুশি। আলোচনা খুব চমৎকার হয়েছে। বাংলাদেশের খাবার, এখানে শপিং খুব ভালো হয়েছে।