ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

প্রতিমা বিসর্জন ঘিরে কক্সবাজার সৈকতে ৩ লাখ মানুষের সমাগম

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১০:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

উদয় শংকর পাল বলেন, জেলার ৯টি উপজেলায় ৩২১টি মণ্ডপে সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন হয়। এর মধ্যে ১৫১টি প্রতিমা ও ১৭০টি ঘটপূজা। দেশের সর্ববৃহৎ সৈকতে প্রতিমা বিসর্জন উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার মাধ্যমে এবারও আমরা প্রমাণ করতে পেরেছি, কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থান

 

বাংলাদেশের কক্সবাজার সৈকতে ঢেউয়ের সঙ্গে একাকার লাখো ভক্তের বিজয় আনন্দ। পশ্চিম আকাশে সূর্য হেলান দিতেই প্রতি বোঝাই ট্রাকের মিছিল আসতে থাকে সৈকত অভিমুখে। বাদ্যযন্ত্রের তালে তালে রাজপথ কাঁপিয়ে স্লোগান, নাচকে সঙ্গী মানবঢল এগিয়ে চলে। এসময় সকল ধর্মের মানুষ ছাড়াও হাজারো পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে দুই কিলোমিটার এলাকাজুড়ে শুধু মানুষ আর মানুষ। উচ্ছ্বল সৈকতে সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলন বলে উল্লেখ করেছেন উপস্থিত লোকজন।

রবিবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জনকে করে পর্যটকসহ প্রায় তিন লাখ মানুষের উপস্থিতি হয়েছে বলে ধারণা করছেন ট্যুরিস্ট পুলিশের এসপি মাহফুজুল ইসলাম।

আয়োজকরা জানান, প্রতিবছর বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে বিশ্বের অন্যতম দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয়। এবছরও অন্তত তিন লাখ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে সৈকতের বেলাভূমি।

শুধু লাবণী পয়েন্টেই বিভিন্ন উপজেলা থেকে আসা অন্তত ২০০ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। একই সময়ে রামুর বাঁকখাল নদী, চকরিয়ার মাতামুহুরী, টেকনাফের সাগর ও নাফনদী, উখিয়ার ইনানী সৈকত ও রেজুনদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা জানান, দুপুরের পর থেকে বিভিন্ন মণ্ডপ থেকে সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চের সামনে আনা হয় প্রতিমা। আড়াইটা থেকে শুরু হয় বিজয়া সম্মেলন।

এসময় উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, পুলিশ সুপার রহমত উল্লাহ, ট্যুুরিস্ট পুলিশের এসপি মাহফুজুল ইসলাম, জামায়াত নেতা সরোয়ার কামাল, গোলাম ফারুক খান কায়সার, সদর ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত সাগরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পূজা ও বিসর্জন নির্বিঘ্ন করতে প্রশাসন আগের মতো কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলে। বাড়তি নিরাপত্তায় ছিল সেনাবাহিনী ও কোস্টগার্ড।

জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল বলেন, জেলার ৯টি উপজেলায় ৩২১টি মণ্ডপে সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন হয়। এর মধ্যে ১৫১টি প্রতিমা ও ১৭০টি ঘটপূজা। দেশের সর্ববৃহৎ সৈকতে প্রতিমা বিসর্জন উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার মাধ্যমে এবারও আমরা প্রমাণ করতে পেরেছি, কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, রামু থেকে কড়া নিরাপত্তায় নাইক্ষ্যংছড়িসহ সাতটি জায়গা থেকে প্রতিমা বিসর্জনের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে পাঠানো হয়েছে। বাকিগুলো বাঁকখালী নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। এসব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, কক্সবাজারে বিপুল পরিমাণ পর্যটক ও দর্শনার্থী এসেছেন। ছুটির টানা চারদিন পর্যটকে সরগরম রয়েছে সৈকত এলাকা। আগতদের নিরাপত্তায় আমাদের কট্রোল রুম চালু ছিল। আমাদের সহায়ক হিসেবে কাজ করেছেন র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা।

ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, যানজট নিরসনে শহরের বাইরের উপজেলাগুলোর পূজামণ্ডপের প্রতিমা কলাতলী ডলফিন মোড় হয়ে এবং শহরের অভ্যন্তরের প্রতিমাগুলো প্রধান সড়কের হলিডে মোড় হয়ে সৈকতের লাবণী পয়েন্টের বিসর্জনস্থলে নিয়ে আসা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। প্রতিমা বিসর্জনে লাবণী পয়েন্ট আজকের দৃশ্য সেটা আবারও প্রমাণ করলো।

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, অতীতের মতো লাখো মানুষের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন উৎসব হয়েছে সৈকতে। নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে এ উৎসব সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিমা বিসর্জন ঘিরে কক্সবাজার সৈকতে ৩ লাখ মানুষের সমাগম

আপডেট সময় : ১০:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

 

উদয় শংকর পাল বলেন, জেলার ৯টি উপজেলায় ৩২১টি মণ্ডপে সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন হয়। এর মধ্যে ১৫১টি প্রতিমা ও ১৭০টি ঘটপূজা। দেশের সর্ববৃহৎ সৈকতে প্রতিমা বিসর্জন উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার মাধ্যমে এবারও আমরা প্রমাণ করতে পেরেছি, কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থান

 

বাংলাদেশের কক্সবাজার সৈকতে ঢেউয়ের সঙ্গে একাকার লাখো ভক্তের বিজয় আনন্দ। পশ্চিম আকাশে সূর্য হেলান দিতেই প্রতি বোঝাই ট্রাকের মিছিল আসতে থাকে সৈকত অভিমুখে। বাদ্যযন্ত্রের তালে তালে রাজপথ কাঁপিয়ে স্লোগান, নাচকে সঙ্গী মানবঢল এগিয়ে চলে। এসময় সকল ধর্মের মানুষ ছাড়াও হাজারো পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে দুই কিলোমিটার এলাকাজুড়ে শুধু মানুষ আর মানুষ। উচ্ছ্বল সৈকতে সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলন বলে উল্লেখ করেছেন উপস্থিত লোকজন।

রবিবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জনকে করে পর্যটকসহ প্রায় তিন লাখ মানুষের উপস্থিতি হয়েছে বলে ধারণা করছেন ট্যুরিস্ট পুলিশের এসপি মাহফুজুল ইসলাম।

আয়োজকরা জানান, প্রতিবছর বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে বিশ্বের অন্যতম দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয়। এবছরও অন্তত তিন লাখ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে সৈকতের বেলাভূমি।

শুধু লাবণী পয়েন্টেই বিভিন্ন উপজেলা থেকে আসা অন্তত ২০০ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। একই সময়ে রামুর বাঁকখাল নদী, চকরিয়ার মাতামুহুরী, টেকনাফের সাগর ও নাফনদী, উখিয়ার ইনানী সৈকত ও রেজুনদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা জানান, দুপুরের পর থেকে বিভিন্ন মণ্ডপ থেকে সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চের সামনে আনা হয় প্রতিমা। আড়াইটা থেকে শুরু হয় বিজয়া সম্মেলন।

এসময় উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, পুলিশ সুপার রহমত উল্লাহ, ট্যুুরিস্ট পুলিশের এসপি মাহফুজুল ইসলাম, জামায়াত নেতা সরোয়ার কামাল, গোলাম ফারুক খান কায়সার, সদর ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত সাগরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পূজা ও বিসর্জন নির্বিঘ্ন করতে প্রশাসন আগের মতো কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলে। বাড়তি নিরাপত্তায় ছিল সেনাবাহিনী ও কোস্টগার্ড।

জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল বলেন, জেলার ৯টি উপজেলায় ৩২১টি মণ্ডপে সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন হয়। এর মধ্যে ১৫১টি প্রতিমা ও ১৭০টি ঘটপূজা। দেশের সর্ববৃহৎ সৈকতে প্রতিমা বিসর্জন উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার মাধ্যমে এবারও আমরা প্রমাণ করতে পেরেছি, কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, রামু থেকে কড়া নিরাপত্তায় নাইক্ষ্যংছড়িসহ সাতটি জায়গা থেকে প্রতিমা বিসর্জনের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে পাঠানো হয়েছে। বাকিগুলো বাঁকখালী নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। এসব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, কক্সবাজারে বিপুল পরিমাণ পর্যটক ও দর্শনার্থী এসেছেন। ছুটির টানা চারদিন পর্যটকে সরগরম রয়েছে সৈকত এলাকা। আগতদের নিরাপত্তায় আমাদের কট্রোল রুম চালু ছিল। আমাদের সহায়ক হিসেবে কাজ করেছেন র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা।

ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, যানজট নিরসনে শহরের বাইরের উপজেলাগুলোর পূজামণ্ডপের প্রতিমা কলাতলী ডলফিন মোড় হয়ে এবং শহরের অভ্যন্তরের প্রতিমাগুলো প্রধান সড়কের হলিডে মোড় হয়ে সৈকতের লাবণী পয়েন্টের বিসর্জনস্থলে নিয়ে আসা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। প্রতিমা বিসর্জনে লাবণী পয়েন্ট আজকের দৃশ্য সেটা আবারও প্রমাণ করলো।

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, অতীতের মতো লাখো মানুষের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন উৎসব হয়েছে সৈকতে। নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে এ উৎসব সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।