ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায়  জোরালো বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

শিশুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ। শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগওে ছবি : সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক পূজামণ্ডপ উদ্বোধন করতে গিয়ে বলেছেন, আমি চাই, তিন মাসের মধ্যে শিশুর হত্যাকারীর ফাঁসি হোক। এভাবে শিশুকে হত্যা মেনে নেওয়া যায় না

 

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার দগদগে ঘা এখনো শুকায়নি। এই ঘায়েই এবাওে গরম জল ঢাললো পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায়। এই ঘটনায় রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

গেলো শুক্রবার বেলা আড়াইটা নাগাদ কোচিং সেন্টারে পড়তে যায় চতুর্থ শ্রেণির ছাত্রী। বিকেল পাঁচটা নাগাদ কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিজেদের দোকানে বাবার সঙ্গে দেখার হওয়ার পর বাড়ির উদ্দেশে রওনা হয় সে। তারপর থেকেই লাপাত্তা হয়ে যায় ছোট্ট মেয়েটি।

আত্মীয়-স্বজন হন্যে হয়ে ছোটে নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে। সেখান থেকে জয়নগর থানায় যেতে বলা হয়। সেখানে লিখিত অভিযোগ দেওয়ার পর শেষ রাতে একটি জলাশয় থেকে উদ্ধার করা হয় শিশুর ক্ষতবিক্ষত দেহ।

মরদেহ রাখা হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। এ সময় হাসপাতালের সামনে ব্যাপক বিক্ষোভ করেন বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। একপর্যায়ে বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। যদিও পুলিশ সন্দেহভাজন হিসেবে ১৯ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া দাবি ওঠে, শিশুর ময়নাতদন্ত করতে হবে কেন্দ্রীয় সরকারের অধীন কোনো নামী হাসপাতালে। নইলে আর জি কর হাসপাতালের ঘটনার মতো সব তথ্য-প্রমাণ লোপাট হয়ে যাবে।

বিভিন্ন সংগঠনের দাবির মুখে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় রোববার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এক আদেশে বলেন, শিশুর ময়নাতদন্ত হবে পশ্চিমবঙ্গের কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এইমস হাসপাতালে। অবশ্য হাসপাতালে ময়নাতদন্তের সার্বিক অবকাঠামো না থাকায় ময়নাতদন্ত হবে কল্যাণী জেএমএন হাসপাতালে। ময়নাতদন্ত করবেন এইমস-এর চিকিৎসকেরা।

এ সময় জেএমএন হাসপাতালের কোনো চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী উপস্থিত থাকতে পারবে না। ময়নাতদন্ত করার সময় উপস্থিত থাকবেন বারইপুরের এসিজেম বা অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। ময়নাতদন্ত হবে ভিডিওগ্রাফির মাধ্যমে। এ সময় শিশুর মা-বাবাকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

একই সঙ্গে বিচারপতি পুলিশকে প্রশ্ন করেন, কেন এই মামলায় শিশুদের যৌন নির্যাতনের আইন পকসোর ধারা যুক্ত করা হয়নি? বিচারপতি এই মামলা অবিলম্বে পকসো আদালতে স্থানান্তরেরও নির্দেশ দিয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে রোববার বিজেপির যুব মোর্চা কুলতলি থানা ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ ছাড়া বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা বিকেলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

অন্যদিকে, আর জি কর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জুনিয়র চিকিৎসকদের শনিবার রাত থেকে শুরু হওয়া আমরণ অনশনের রোববার ছিল দ্বিতীয় দিন।
অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক পূজামণ্ডপ উদ্বোধন করতে গিয়ে বলেন, আমি চাই, তিন মাসের মধ্যে শিশুর হত্যাকারীর ফাঁসি হোক। এভাবে শিশুকে হত্যা মেনে নেওয়া যায় না।

খুন হওয়া শিশুর মা-বাবা দাবি করেছেন, তাদের নাবালিকা শিশুর হত্যাকাণ্ডের তদন্ত করুক কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিবিআই। তারা তদন্তের জন্য রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায়  জোরালো বিক্ষোভ

আপডেট সময় : ০৮:১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক পূজামণ্ডপ উদ্বোধন করতে গিয়ে বলেছেন, আমি চাই, তিন মাসের মধ্যে শিশুর হত্যাকারীর ফাঁসি হোক। এভাবে শিশুকে হত্যা মেনে নেওয়া যায় না

 

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার দগদগে ঘা এখনো শুকায়নি। এই ঘায়েই এবাওে গরম জল ঢাললো পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায়। এই ঘটনায় রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

গেলো শুক্রবার বেলা আড়াইটা নাগাদ কোচিং সেন্টারে পড়তে যায় চতুর্থ শ্রেণির ছাত্রী। বিকেল পাঁচটা নাগাদ কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিজেদের দোকানে বাবার সঙ্গে দেখার হওয়ার পর বাড়ির উদ্দেশে রওনা হয় সে। তারপর থেকেই লাপাত্তা হয়ে যায় ছোট্ট মেয়েটি।

আত্মীয়-স্বজন হন্যে হয়ে ছোটে নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে। সেখান থেকে জয়নগর থানায় যেতে বলা হয়। সেখানে লিখিত অভিযোগ দেওয়ার পর শেষ রাতে একটি জলাশয় থেকে উদ্ধার করা হয় শিশুর ক্ষতবিক্ষত দেহ।

মরদেহ রাখা হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। এ সময় হাসপাতালের সামনে ব্যাপক বিক্ষোভ করেন বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। একপর্যায়ে বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। যদিও পুলিশ সন্দেহভাজন হিসেবে ১৯ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া দাবি ওঠে, শিশুর ময়নাতদন্ত করতে হবে কেন্দ্রীয় সরকারের অধীন কোনো নামী হাসপাতালে। নইলে আর জি কর হাসপাতালের ঘটনার মতো সব তথ্য-প্রমাণ লোপাট হয়ে যাবে।

বিভিন্ন সংগঠনের দাবির মুখে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় রোববার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এক আদেশে বলেন, শিশুর ময়নাতদন্ত হবে পশ্চিমবঙ্গের কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এইমস হাসপাতালে। অবশ্য হাসপাতালে ময়নাতদন্তের সার্বিক অবকাঠামো না থাকায় ময়নাতদন্ত হবে কল্যাণী জেএমএন হাসপাতালে। ময়নাতদন্ত করবেন এইমস-এর চিকিৎসকেরা।

এ সময় জেএমএন হাসপাতালের কোনো চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী উপস্থিত থাকতে পারবে না। ময়নাতদন্ত করার সময় উপস্থিত থাকবেন বারইপুরের এসিজেম বা অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। ময়নাতদন্ত হবে ভিডিওগ্রাফির মাধ্যমে। এ সময় শিশুর মা-বাবাকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

একই সঙ্গে বিচারপতি পুলিশকে প্রশ্ন করেন, কেন এই মামলায় শিশুদের যৌন নির্যাতনের আইন পকসোর ধারা যুক্ত করা হয়নি? বিচারপতি এই মামলা অবিলম্বে পকসো আদালতে স্থানান্তরেরও নির্দেশ দিয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে রোববার বিজেপির যুব মোর্চা কুলতলি থানা ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ ছাড়া বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা বিকেলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

অন্যদিকে, আর জি কর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জুনিয়র চিকিৎসকদের শনিবার রাত থেকে শুরু হওয়া আমরণ অনশনের রোববার ছিল দ্বিতীয় দিন।
অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক পূজামণ্ডপ উদ্বোধন করতে গিয়ে বলেন, আমি চাই, তিন মাসের মধ্যে শিশুর হত্যাকারীর ফাঁসি হোক। এভাবে শিশুকে হত্যা মেনে নেওয়া যায় না।

খুন হওয়া শিশুর মা-বাবা দাবি করেছেন, তাদের নাবালিকা শিশুর হত্যাকাণ্ডের তদন্ত করুক কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিবিআই। তারা তদন্তের জন্য রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না।