তাসকিনের ঘুমকান্ড নিয়ে মুখ খুললেন পাপন
- আপডেট সময় : ১১:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
ক্রীড়া প্রতিবেদক: টি-২০ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ দলের ভরাডুবি হয়েছে। এই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল শান্ত বাহিনী। ম্যাচটিতে হারের স্বাদ পায় টাইগাররা।বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল যখন দেশে ফিরেছে, তখন শুরু হয়েছে নতুন বিতর্ক। ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তাসকিন। কারণ, ঐদিন ঘুমের কারণে নাকি টিম বাস মিস করে পেসার তাসকিন। আর এ নিয়ে দেশে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। মঙ্গলবার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি রাবিদকে (মিডিয়া ম্যানেজার) ফোন দিয়েছি। সে বলেছে তাসকিন দেরি করেছে। পরে গাড়িতে পৌঁছায় মাঠে। আমাদের দল নিয়ে দিতে হয়েছে।’
এই ঘটনাটা প্রকাশ হতেই তোলপাড়। যদিও বিব্রতকর ঘটনার জন্য সেদিনই সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তাসকিন। গনমাধ্যমকে তিনি বলেন, ‘আমার একটু দেরি হয়েছিল (ভারত ম্যাচের আগে মাঠে পৌঁছাতে)। তবে যেটা বলা হচ্ছে টসের পর গেছি, এটা ভুল। টস হওয়ারও আধঘণ্টা বা ৪০ মিনিট আগে পৌঁছেছিলাম মাঠে।’
তিনি আরো বলেন, ‘টিম বাস আমি মিস করেছিলাম। সকাল সাড়ে ৮টায় ছিল বাস ছাড়ার সময়। বাস ছেড়েছিল ৮টা ৩৫ মিনিটে। আমি ৮টা ৪৩ মিনিটে গাড়িতে করে মাঠে গেছি। মানে বাসের সঙ্গে সঙ্গেই গিয়েছি।পরে পৌঁছেছি। আমাকে যে খেলায়নি, সেটা দেরিতে যাওয়ার জন্য নয়। এমনিই খেলায়নি।’
এদিকে তাসকিনের ঘুমকাণ্ডে গণমাধ্যমে কথা বলেছেন সাকিব আল হাসানও। মঙ্গলবার মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি সাকিব বলেন, ‘তাসকিন টস হওয়ার ৫-১০ মিনিট আগে মাঠে গিয়েছে। তখন হয়তো খেলানোর সুযোগ ছিল না। এছাড়া অন্য কারণও থাকতে পারে আমি তা জানি না।’




















