ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা

২০২৩-২৪ অর্থবছরে ১৬৩২ জন ক্রীড়াসেবীকে প্রায় ৩ কোটি ৯২ লক্ষ টাকা ক্রীড়াভাতা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

২০২৩-২৪ অর্থবছরে ১৬৩২ জন ক্রীড়াসেবীকে প্রায় ৩ কোটি ৯২ লক্ষ টাকা ক্রীড়াভাতা প্রদান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে ১৬৩২ জন ক্রীড়াসেবীকে ৩ কোটি ৯১ লক্ষ ৬৮ হাজার টাকা ক্রীড়াভাতা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ফাউন্ডেশন কর্তৃক ডিজিটালাইজেশন পদ্ধতিতে BEFTN এর মাধ্যমে সারাদেশের ক্রীড়াসেবীদের মাসিক/এককালীন ক্রীড়াভাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। এ সময়ে মন্ত্রী দেশব্যাপী ক্রীড়াসেবীদের মাসিক/এককালীন ক্রীড়াভাতা বিতরণের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং উপস্থিত নির্বাচিত ক্রীড়াসেবীদের হাতে ক্রীড়া ভাতার চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের খেলোয়ার ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে ১৯৭৫ সালের ৬ আগস্ট বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ২য় মেয়াদে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন ২০১১ প্রণয়ন করনে। ক্রীড়া, খেলাধূলা ও শরীরর্চচায় উল্লেখযোগ্য অবদান রাখা ক্রীড়াসেবী ও তাদের পরিবারের কল্যাণ সাধনের মাধ্যমে দারিদ্র্য হ্রাস এবং ক্রীড়ার মান উন্নয়নে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে অস্বচ্ছল, অসুস্থ, আহত ও অসর্মথ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের জন্য চিকিৎসা ব্যবস্থা, বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি, আর্থিক সহায়তা ও মাসিক ক্রীড়াভাতা/অনুদান প্রদান করছে।

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বর্তমান সিডমানি ৭৭ কোটি ৮৫ লক্ষ টাকা। যা থেকে বাৎসরিক মুনাফার পরিমাণ আনুমানিক ৪ কোটি ৪৫ লক্ষ টাকা। আজ চলতি ২০২৩-২৪ অর্থবছরে জেলা পর্যায়ে মোট আবেদন ২,৬৭৫টি আবেদন হতে চূড়ান্তভাবে মনোনীত ১৬৩২ জন ক্রীড়াসেবীকে ৩ কোটি ৯১ লক্ষ ৬৮ হাজার টাকা ক্রীড়াভাতা প্রদান করা হচ্ছে।

তিনি জানান,২০০৯-১০ অর্থবছর হতে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সর্বমোট ৯,৫৭৭ জন ক্রীড়াসেবীদেরকে মাসিক/এককালীন ক্রীড়াভাতা ১৯ কোটি ২ লক্ষ ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২০১৮-১৯ হতে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৩৩৭ জন অসুস্থ ক্রীড়াসেবীদের-কে চিকিৎসা/আর্থিক সহায়তা হিসেবে ৪ কোটি ৯ লক্ষ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে প্রথমবারের মতো ১০০০ জন ক্রীড়া শিক্ষার্থীদের ১ কোটি ৮৩ লক্ষ ৯৬ হাজার টাকা বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২০২৩-২৪ অর্থবছরে ১৬৩২ জন ক্রীড়াসেবীকে প্রায় ৩ কোটি ৯২ লক্ষ টাকা ক্রীড়াভাতা প্রদান

আপডেট সময় : ০৯:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে ১৬৩২ জন ক্রীড়াসেবীকে ৩ কোটি ৯১ লক্ষ ৬৮ হাজার টাকা ক্রীড়াভাতা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ফাউন্ডেশন কর্তৃক ডিজিটালাইজেশন পদ্ধতিতে BEFTN এর মাধ্যমে সারাদেশের ক্রীড়াসেবীদের মাসিক/এককালীন ক্রীড়াভাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। এ সময়ে মন্ত্রী দেশব্যাপী ক্রীড়াসেবীদের মাসিক/এককালীন ক্রীড়াভাতা বিতরণের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং উপস্থিত নির্বাচিত ক্রীড়াসেবীদের হাতে ক্রীড়া ভাতার চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের খেলোয়ার ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে ১৯৭৫ সালের ৬ আগস্ট বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ২য় মেয়াদে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন ২০১১ প্রণয়ন করনে। ক্রীড়া, খেলাধূলা ও শরীরর্চচায় উল্লেখযোগ্য অবদান রাখা ক্রীড়াসেবী ও তাদের পরিবারের কল্যাণ সাধনের মাধ্যমে দারিদ্র্য হ্রাস এবং ক্রীড়ার মান উন্নয়নে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে অস্বচ্ছল, অসুস্থ, আহত ও অসর্মথ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের জন্য চিকিৎসা ব্যবস্থা, বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি, আর্থিক সহায়তা ও মাসিক ক্রীড়াভাতা/অনুদান প্রদান করছে।

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বর্তমান সিডমানি ৭৭ কোটি ৮৫ লক্ষ টাকা। যা থেকে বাৎসরিক মুনাফার পরিমাণ আনুমানিক ৪ কোটি ৪৫ লক্ষ টাকা। আজ চলতি ২০২৩-২৪ অর্থবছরে জেলা পর্যায়ে মোট আবেদন ২,৬৭৫টি আবেদন হতে চূড়ান্তভাবে মনোনীত ১৬৩২ জন ক্রীড়াসেবীকে ৩ কোটি ৯১ লক্ষ ৬৮ হাজার টাকা ক্রীড়াভাতা প্রদান করা হচ্ছে।

তিনি জানান,২০০৯-১০ অর্থবছর হতে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সর্বমোট ৯,৫৭৭ জন ক্রীড়াসেবীদেরকে মাসিক/এককালীন ক্রীড়াভাতা ১৯ কোটি ২ লক্ষ ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২০১৮-১৯ হতে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৩৩৭ জন অসুস্থ ক্রীড়াসেবীদের-কে চিকিৎসা/আর্থিক সহায়তা হিসেবে ৪ কোটি ৯ লক্ষ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে প্রথমবারের মতো ১০০০ জন ক্রীড়া শিক্ষার্থীদের ১ কোটি ৮৩ লক্ষ ৯৬ হাজার টাকা বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।