রেমেরের প্রভাবে বাঁধ ভেঙে স্রোতে ভেসে গেলো যুবক
- আপডেট সময় : ০৯:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
রেমেরের প্রভাবে বাঁধ ভেঙে প্রবল স্রোতে ভেসে যায় এক যুবক। বেশ কয়েক ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার দুপুর থেকেই সাগর ছিলো উত্তাল। তীব্র জোয়ারের ধাক্কায় বিভিন্ন জায়গায় উপকূল রক্ষা বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় পানি ঢুকে সড়কগুলো তলিয়ে যায়। নিহত শরীফ হাওলাদারের (২৭) বাড়ি ধূলাসর ইউনিয়নের কাউয়ারচরের অনন্তপাড়ায়।
দুর্যোগ পরিস্থিতি অবনতি ঘটলে বাড়িতে থাকা স্বজনদের আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করেন শরীফ। শরীফের ফুফু থাকেন কাউয়ার চর এলাকায়। সেখানে তোর বোনও বোনও ছিলেন।
বেলা ১২টার দিকে অনন্তপাড়া থেকে বড় ভাইকে সঙ্গে নিয়ে ফুফু ও বোনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনতে রওনা হন শরীফ। ততক্ষণে জোয়ারের তোড়ে তলিয়ে গেছে সড়ক।
তাই সাঁতার কেটেই স্বজনদের উদ্ধারে রওনা হন শরীফ ও তার ভাই। কিন্তু প্রবল জোয়ারের স্রোতের কাছে হার মানতে হয় শরীফের। স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।
এরপর অসংখ্য এলাকাবাসী মিলে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুজি করে শরীফের মরদেহ খুঁজে পায়। শরীফের বাড়িতে চলছে শোকের মাতম। তার তিন বছরের একটি মেয়ে রয়েছে। শরীফের বাবার নাম আবদুর রহিম।




















