সংবাদ শিরোনাম ::
পারমিতা ভৌমিকের কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ৫৫৭ বার পড়া হয়েছে
তুমি কি ডেকেছ?
অনন্তের বুক ছাপিয়ে
বেজে চলেছে তোমার বাঁশির সুর,
অতুল বৈরাগ্যে
পথ গেছে হারিয়ে …..
তবুও তো পথটুকু হাঁটছি
যদি হারিয়ে যাই?
হাত বাড়াবে তো?
একবারও চোখ তুলে দেখোনি
শুধু বাঁশি বেজেছিলো ।
মুগ্ধ বিস্ময়ে শুনেছিলাম ….
আলোর মতো প্রসন্ন সুর!
তুমি বোঝোনি ।
কার অতনু ছোঁয়া ঘুরে ফিরে ফিরে এসেছিল
নিঃসঙ্গ মুহূর্তগুলোতে।
ও স্বপ্নবিভোর, আমি দেখেছিলাম
তোমারই দুচোখে মরণ-রঙা ঝিলমিলি ।
এ জীবনের রহস্য গান…….
কিম্বা মৃত্যুহীন হৃদয়ের উজান টান।।
লেখক : পারমিতা ভৌমিক একজন প্রাবন্ধিক হলেও কবিতা এবং অন্যান্য লেখালেখিতে সমান দক্ষতা।
প্রথিতযশা এই লেখক একজন সমাজচিন্তক। এই কবিতাটি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে নেওয়া



















