অধ্যাপক ডা. স্বপ্নীলের মা আয়শা মাহতাব’র ইন্তেকাল
- আপডেট সময় : ০৮:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ৫১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব, সিলেট মহানগরীর ছড়ারপার এলাকার বাসিন্দা অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মা আয়শা মাহতাব আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মা আয়শা মাহতাব বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার বনানীস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মরহুমার জানাজার নামায বৃহস্পতিবার বাদ এশা ঢাকার বনানী কবরস্থান সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
আয়শা মাহতাবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জান চৌধুরী এবং একুশে টেলিভিশনের পক্ষ থেকে প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশও মরহূমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক শোক বার্তায় মহান আল্লাহর কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি নেতৃবৃন্দ আন্তরিক সমবেদনা জানান।




















