সংবাদ শিরোনাম ::
দুই দিনে ৪৫টি অগ্নিকাণ্ডের ঘটনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
সারা দেশে শনিবার দুপুর ১টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৫টি অগ্নিসংযোগের ঘটনার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটি করপোরেশন এলাকায় ২৭টি আগুনের ঘটনা ঘটে।
এদিকে রোববার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট ১৩টি আগুনের সংবাদ পাওয়া যায়। এর মধ্যে ৪টি ঢাকা সিটি এলাকায় ঘটে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুন দেয়ার ঘটনার মধ্যে ৪১টি ঢাকা বিভাগে, ১টি রাজশাহী বিভাগ, ২টি খুলনা বিভাগে, ১টি রংপুর বিভাগে ঘটে এবং এসব অগ্নিকাণ্ডে ১৯টি বাস, ৩টি মাইক্রোবাস, ৩টি অ্যাম্বুলেন্স, ১টি ট্রাক, ৭টি মোটরসাইকেল, ৩টি পিকআপ, ১টি সিএনজি পুড়ে যায়। এছাড়া পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার, রাজনৈতিক দলের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে।




















