ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব অন্ধকারে কক্সবাজার
- আপডেট সময় : ১০:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ৫০৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে লণ্ডভণ্ড পর্যটন নগরী কক্সবাজার। ৪০ হাজার ঘরবাড়ি ভেঙে গেছে। তার মধ্যে সাড়ে ৫ হাজার সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ৪ জনের মৃত্যু ছাড়াও অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন, নেই মোবাইল নেটওয়ার্ক। বুধবার কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এসব তথ্য জানিয়েছেন।
মহাসড়কে যানবাহ চলাচল মোটামুটি স্বাভাবিক করা গেলেও নগরীতে যানচলাচল স্বাভাবিক হতে আরও দিন দু’য়েক সময় লাগবে।
রাস্তার ওপরে ভেঙ্গে পড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটি অপসারের চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুদিন সময় লাগবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রধান সড়কে বিদ্যুৎ সংযোগ চালুর সম্ভাবনা কথা জানাচ্ছেন সংশ্লিষ্টরা। গোটা কক্সবাজারের বিদ্যুৎ চালু হতে অন্তত দুদিন সময় লাগে যাবে।
কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় প্রায় আড়াই হাজার ঘর ভেঙ্গে পড়েছে। ক্ষয়ক্ষতি প্রকৃত পরিমাণ নির্ধারণের পাশাপাশি জরুরি ভিত্তিতে বিশেষ বিশেষ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু এবং মোবাইল নেটওয়ার্ক সচলকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
বুধবার দুপুরে দিকে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, ঘূর্ণিঝড় হামুনের ঠিক কি পরিমাণ গাছ ভেঙে গেছে তার সঠিক পরিসংখ্যা বলা যাচ্ছে না। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের অন্তত ১৫টি স্থানে গাছ ভেঙে যায়। তা দ্রুত সরিয়ে নেয়া হচ্ছে।
মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক করা হয়েছে। তবে অভ্যন্তরীণ সড়কের পরিস্থিতি এখনও পুরোদমে স্বাভাবিক করা সম্ভব হয়নি। সড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এসব এলাকা কাজ করছে।




















