ঢাকায় দিন ভর বৃষ্টিতে যানজট, গণপরিবহনের অভাবে চরম ভোগান্তি
- আপডেট সময় : ১১:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দু’দিনের বিরামহীন মাঝারি বৃষ্টিতে ঢাকার বিণ্নি এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার অফিস ফেরত বহু মানুষ রাস্তায় আটকা পড়ে। মাথার ওপরে বৃষ্টি এবং রাস্তায় জল, দাঁড়ানোর জায়গায় নেই মানুষের। গণপরিবহনের চরম সংকটে ঢাকার অফিস ফেরত মানুষের সেকি দুর্ভোগ যা বর্ণনা করা যায় না।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সন্ধ্যায় অফিস থেকে বেড়িয়ে বাড়ি ফিরতে অনেকের রাত ১১টা পর্যন্ত বেজে যায়। তারপরও অনেকে বাড়ি পৌঁছানোর খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, বিতাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে যানজট ঠেলে গন্তব্যে পৌছাতে সময় লেগে যায় তিন থেকে চার ঘন্টা।
দুদিন ধরে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশে চারিদিকে অন্ধকার নেমে আসে। বিকাল বেলাটাই মনে হয়, সন্ধ্যা নেমে এসেছে। সড়কে বৃষ্টির জল, সঙ্গে দমকা হাওয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারও একইভাবে বৃষ্টি ঝরতে পারে। শনিবার থেকে বৃষ্টির মাত্রা কমে আসবে।
যানজটে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে কাটাতে হচ্ছে গন্তব্যমুখো মানুষকে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ঢাকার পান্থপথ এলাকায়
যানজটে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে বসে কাটাতে হচ্ছে অনেককে।
সন্ধ্যার পর ফার্মগেট, বিজয় সরণি, বনানী, মহাখালী, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ছিল তীব্র যানজট। বৃষ্টির কারণে ট্রাফিক আইনের তোয়াক্কা না করে ইচ্ছে মাফিক গাড়ি চালানোয় যানজট প্রকট রূপ নিয়েছে বলে জানালেন, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
যানজটের কারণে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি এক সরকারী কর্মকর্তা। বৃষ্টির মধ্যে বাসে উঠতে সমস্যা হওয়ায় পিকআপ ভ্যানের পেছনের ওঠে অনেককে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়।




















