ঢাকায় বর্ণিল রথযাত্রা
- আপডেট সময় : ০৯:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঢাকায় অনুষ্ঠিত হল উল্টো রথযাত্রা। প্রতিকূল অবহাওয়াতেও মানব ঢল থেমে যায়নি। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গন থেকে মঙ্গলবার বিকালে রথযাত্রা শুরু হয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রার মহামিছিলের আগে-পেছনে তিনস্তরের নিরাপত্তা কন্ভয়। মোরসাইকেল যোগে এলিট ফোর্সেস এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের সতর্ক প্রহরা। ব্যস্ততম ঢাকার রাজপথে বর্ণিল শোভাযাত্রা প্রত্যক্ষ করে লাখো মানুষ।
হরে কৃষ্ণ সুর ছড়িয়ে এগিয়ে চলে রথ। রথের রশি ধরে ৫ কিলোমিটার হাটে লাখো মানুষ। তাদের আশা জগতের নাথ জগন্নাথ তাদের পাপ মোচন করবে।
কির্তনের সঙ্গে পথ নৃত্য, চোখ ধাধানো সাজে তরুন-তুরুণী। সবার হরে কৃষ্ণ জপে পথ চলা। রথ এগিয়ে চলার পথ দুপাশে হারো মানুষ ঢল নামে। রাস্তার পাশের ভবন, ছাদে, বারান্দায় মানুষ দৃষ্টি রথযাথা ঘিরে। ভক্ত মুগ্ধ। তারা প্রাণের উচ্ছাসে রথযাত্রা সামিল হয়েছেন। বলেন, আমাদের পাপমুক্তি করবেন জগতের নাথ।
কয়েক দিন থেকে থেমে বৃষ্টি। মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল ঢাকায়। এরমধ্যে বৃষ্টি মাথায় নিয়ে হাজারো ভক্তের উপস্থিতি ঢাকেশ্বরীর পার্শ্ববর্তি পলাশী মোড়ে।
ঢাকেশ্বরী মন্দির আচারণানুষ্ঠান শেষে শুরু হয় যাত্রা। বাদ্যে তালে তালে এক নান্দনিকতার ছন্দে এগিয়ে চলে রথ। ভক্তের মাঝে সেকি আনন্দ।
চারিদিকে কির্তন আর হরে কৃষ্ণ ধ্বনিতে আকাশ-বাতাস মুখর মুখরিত। এবারে নতুন রথ নিয়ে অনুষ্ঠিত হল রথযাত্রা।
রথযাত্রা কত বর্ণিল এবং আনন্দ ঘন হতে পারে তার স্বাক্ষী থাকলো ঢাকা। ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখে রথযাত্রা সম্প্রতীর নজির হড়লো।



















