সংবাদ শিরোনাম ::
প্রাচীন রীতিতে কামান দাগিয়ে ইফতারের সংকেত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইফতারের আজানের সঙ্গে রোজাদারের অবহিত করতে কামানের গুলির আওয়াজ করা হয়। দেশটির সপ্তম শাসক শেখ মোবারক আল সাবাহ-এর আমল থেকে এই রীতি চালু আছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এটি কুয়েতের বিখ্যাত ঐতিহ্য হিসেবে বিবেচনা করা হয়।
কুয়েতের সংবাদ মাধ্যম গুলোতে এই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, ১৮৯৬ সালের কুয়েতের সপ্তম শাসক শেখ মোবারক আল সাবাহ, এই রীতি চালু করেন।
কুয়েতের রাজধানী সার্ক সিটিতে অবস্থিত রমজান মাসে কামানের গোলা ছোড়ার এই দৃশ্য দেখতে ছুটে আসেন হাজার হাজার স্থায়ী মানুষ ও প্রবাসীরা।
রমজান মাসে ইফতার ও সেহরির সময় রোজাদারকে বিভিন্ন ভাবে সংকেত দেওয়া হলে ও কুয়েতের প্রচলনটা একটু ভিন্ন রকমের বলে জানান ধর্মপ্রাণ মুসল্লিরা।




















