রোহিঙ্গা শিবির গুলিতে করে এক নারীকে হত্যা
- আপডেট সময় : ০৯:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিবির এখন গলার কাঁটা। শিবির ঘিরে মাদক চোরাচালান, সন্ত্রাসীকর্মকাণ্ড ছাড়াও ভয়ানক অপরাধীর আখড়ায় পরিণত হয়েছে। শিবিরে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, অপহরণ ইত্যাদি নিত্য ঘটনায় পরিণত হয়েছে। এসব ঘটনা সামলাতে হিমসিম খাচ্ছে প্রশাসন। অথচ ২০১৭ সালে মিয়ানমার থেকে বিতারিত এসব রোহিঙ্গা জনগোগোষ্ঠীকে মানবতার খাতিরে আশ্রয় দিয়েছিল হাসিনা সরকার।
মায়ানমারের এই নাগরিকরা ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। রোহিঙ্গা শিবির পরিণত হচ্ছে অপরাধীর আতুরঘরে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ার আশ্রয় ক্যাম্পে গোলাগুলি ও হামলার ঘটনায় এক রোহিঙ্গা নারীর মৃত্যু এবং শিবিরের এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়েছে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নিহত নারীর নাম নুর কায়েস (২৫) এবং গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতার নাম আব্দুর রহিম (৩৮)। নিহত নারীর মা হাজেরা খাতুন জানিয়েছেন আরফাত হোসেন নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী তার মেয়েকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে মেয়েকে গুরুতর অবস্থায় কুতুপালং শিবিরের হাসপাতালে নেওয়ার হলে সেখানে সে মারা যায়।
আরাফাত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য হিসাবে পরিচিত। শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়েন-৮ সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ বলেছেন, ক্যাম্প এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় এক রোহিঙ্গা নারী নিহত এবং অপর ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।
আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে। উল্লেখ্য, কিছু দিন আগে নোম্যানস ল্যাণ্ডে আশ্রিত রোহিঙ্গাদের একটি শিবিরে অগ্নিসংযোগ করা হয়। সেসময় একাধিক ব্যক্তি নিহত হবার ঘটনা ঘটে।




















