Gold smuggling : সীমান্ত পথে বাড়ছে স্বর্ণের চোরাচালান
- আপডেট সময় : ০৯:২৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
‘ভারতে পাচারকালে শার্শা সীমান্তের অগ্রভুলাট থেকে ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা মূল্য ৬৩ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি’
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
সীমান্ত পথে বাড়ছে স্বর্ণের চোরাচালান। দিন দিন তা আরও বৃদ্ধি পাচ্ছে। যশোরের শর্শা সীমান্ত স্বর্ণ চোরাচালানের পরিচিত রুট হয়ে ওঠেছে। পাচারকালে প্রায়ই এপথে স্বর্ণের চালান আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ভারতে পাচারকালে শার্শা সীমান্তের অগ্রভুলাট থেকে ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা মূল্যের সাত কেজি ৩৩৬ গ্রামের ৬৩ পিস স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করে বিজিবি।
তার বাড়ি বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে। আটকারীকে স্বর্ণপাচার মামলায় শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান সংবাদমাধ্যমকে জানান, শার্শার অগ্রভূলাট সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচারের খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। তারা মোটরসাইকেল নিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টাকালে আটক করে।
এসময় আটক ব্যক্তিকে মোটরবাইকসহ বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি চালায়। বিজিবি সদস্যরা মোটরবাইকের চ্যাসিসে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা।



















