Road accident : পার্টি থেকে বেড়িয়েই দুর্ঘটনায় পড়েন অঞ্জলি
- আপডেট সময় : ১০:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ৩৩২ বার পড়া হয়েছে
সংবাদ সংস্থা
ওয়ো হোটেলে পার্টি থেকে বেরনোর ১৫ মিনিটের মাথায় নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ যায় অঞ্জলি। শনিবার সন্ধ্যায় নতুন বছরের পার্টিতে গিয়েছিলেন অঞ্জলি সিং ও তার বন্ধু নিধি।
রাত দুইটার দিকে সুলতানপুরি এলাকায় একটি গাড়ি অঞ্জলি ও নিধিকে বহনকারী স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে অঞ্জলি ছিটকে পড়ে গেলে পা গাড়ির সামনের এক্সেলে আটকে যায়। এ অবস্থায় গাড়িটি এক ঘণ্টার বেশি সময় ধরে প্রায় ১৩ কিলোমিটার রাস্তা হিঁচড়ে নিয়ে চলে। এ সময় গাড়িটি দুবার ইউটার্নও নেয়। তৃতীয় ইউটার্নটি নেওয়ার সময় অঞ্জলির শরীরটি গাড়ি থেকে ছুটে যায়।
গাড়িটিকে জব্দ করেছে পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে পুলিশ। জ্যেষ্ঠ পুলিশ আধিকারীক সাগর প্রীত হোদা বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ড এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বলেন, রাজনৈতিক অঙ্গনে তাদের উচ্চপর্যায়ের যোগাযোগ থাকলেও তাদের প্রতি কোনো নমনীয়তা দেখানো উচিত নয়।



















