সংবাদ শিরোনাম ::
Sheikh Hasina : ২০২৩ সাল নিয়ে শঙ্কা, ৬ নির্দেশনা শেখ হাসিনার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ১৮৫ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
২০২৩ সালকে সম্ভাব্য ‘ক্রাইসিস ইয়ার’ (সংকটের বছর) ধরে নিয়ে ছয় নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাম্প্রতিক আন্তর্জাতিক অর্থনৈতিক রিপোর্টগুলো বিশ্লেষণ করে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, সংকট কাটাতে প্রধানমন্ত্রীর দেওয়া ছয় পরামর্শের মধ্যে খাদ্য উৎপাদন বাড়ানো, বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো ও রেমিট্যান্স বৃদ্ধির উদোগ নিতে হবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং খাদ্য মজুত ঠিক রাখতে হবে এবং খাদ্য আমদানিতে উৎসে কর বাদ দিয়ে আমদানিকারককে সস্তি দেওয়ার নির্দেশ।
আরও তিনটি কারণে শঙ্কা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ। তা হচ্ছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব, করোনা পরিস্থিতি থেকে উত্তরণ এবং চীনের পণ্য আসা কমে যাওয়া।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২৩ সাল ক্রাইসিস বছর হওয়ার আশঙ্কা রয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার বৃদ্ধি করেছে। করোনা মহামারির পর অর্থনৈতিক অবস্থা রিকভারি হওয়ার আগেই ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। চীন উৎপাদন কমিয়ে দিয়েছে। এই তিনটি বিষয় বিশ্ব বাজারকে প্রভাবিত করছে। এ তিনটিকে বিশ্লেষণ করে আন্তর্জাতিক যে পর্যবেক্ষণ আসছে, তাতে বলা হচ্ছে ২০২৩ সাল একটা ক্রাইসিস ইয়ার হওয়ার আশঙ্কা আছে। সবাইকে সে অনুযায়ী প্রস্তুত থাকতে হবে।





















