IFM : বাংলাদেশ ৪৫০ কোটি ডলার ঋণ দেবে আইএমএফ
- আপডেট সময় : ০৭:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৩৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফ থেকে ৪৫০ কোটি (সাড়ে ৪ বিলিয়ন) ডলার ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে ঋণের প্রথম কিস্তি এবং সর্বশেষ কিস্তি ২০২৬ সালের ডিসেম্বরে পাওয়া যাবে। ঋণের গড় সুদহার হবে ২ দশমিক ২ শতাংশ। সফরে থাকা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা চলতি বছর বাংলাদেশের মূল্যস্ফীতি দাঁড়াবে ৯ শতাংশে দাঁড়াবে বলে সতর্কতা উচ্চারণ করেছেন। পাশাপাশি সামষ্টিক অর্থনীতির দিক থেকেও চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটি।
বুধবার অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে তথ্য জানায় আইএমএফের প্রতিনিধি দল। এদিন বাংলাদেশকে ৪৫০ কোটি ডলারের ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। গত ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করে ১০ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ যে ভাবে চেয়েছিল, সেই ভাবেই আইএমএফের ঋণ পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় যেসব শর্ত তারা দিয়েছে, সেগুলো বাংলাদেশের তরফেই শুরু করা হয়েছিল।
আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশ সরকারের অনুরোধে রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফের প্রতিনিধিদলটি ২৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসে। সফরকালীন সোমবার পর্যন্ত প্রায় ৩০টি বৈঠক করেছে। বেশির ভাগ বৈঠকই তারা করেন আর্থিক খাতের সঙ্গে সম্পর্কিত মন্ত্রক, বিভাগ ও সংস্থার সঙ্গে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রকের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আইএমএফের কোনো শর্ত মানলে যদি দেশের ক্ষতি হয়, তাহলে কোনোভাবেই তা মানা হবে না। আমাদের প্রয়োজনে ঋণ নেব, কঠিন শর্ত মেনে নেব না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ৪৫০ কোটি ডলারের ঋণসহায়তা দেওয়ার বিষয়ে সংস্থাটির সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা হয়েছে।




















