police constables arrested : ১৫ লাখ টাকা ছিনতাইকারী ৩ ‘পুলিশ সদস্য’কে ধরল সসি ক্যামেরা
- আপডেট সময় : ০৭:২৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ৩০৫ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
ঢাকার মতিঝিলের অফিস থেকে ৩০ লাখ টাকাসহ একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে সিআইডি পুলিশের পরিচয়ে আটক করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল তারা। অবশেষে সিসি ক্যামেরাই ধরিয়ে দিল তাদের। এদের একজন দুর্নীতির দায়ে পুলিশ বাহিনী থেকে সাময়িক বরখাস্ত অপর দু’জন ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত।
সিসিক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার তিন পুলিশ কনষ্টেবলের কাছ থেকে ছিনতাইয়ের ৩ লাখ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। করে ঢাকার মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাসেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে মঙ্গলবার জানিয়েছেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে ১২ অক্টোবর মতিঝিল এলাকা থেকে তিনজনের কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তারা জড়িত ছিলেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়ার পর ২১ অক্টোবর তাদের গ্রেপ্তার করা হয়। দুই দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।





















