dubai : দুবাইয়ের রমরমা বাড়ি ব্যবসা, কিনছেন আরব-ভারতের ধনীরা
- আপডেট সময় : ০১:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ৩০২ বার পড়া হয়েছে
ফাইল ছবি সংগ্রহ
মার্চ মাসে দুবাইয়ে বাড়িটি কেনার সময় সবচেয়ে দামী বাড়ির তালিকায় মুকেশ আম্বানির কেনা বাড়িটি
বিশ্বের বিলাসবহুল বাড়ির সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে দুবাই
বহুজাতিক ও বহু সাংস্কৃতিক নগর হয়ে উঠছে দুবাই
ভয়েস ডিজিটাল ডেস্ক
ধনকুবেরদের প্রিয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে দুবাই। সংযুক্ত আরব আমিরাত সরকার অতিধনীদের দীর্ঘ মেয়াদে ‘গোল্ডেন ভিসা’ দিচ্ছে। বিদেশিদের বাড়ি কেনার ক্ষেত্রে বিধিনিষেধও শিথিল করা হচ্ছে। লেনদেনের ৭০ শতাংশ হচ্ছে নগদ অর্থে।
মার্চ মাসে দুবাইয়ে মুকেশ আম্বানির কেনা বাড়িটি সবচেয়ে দামী বাড়ির তালিকায় ছিল। ভারতীয় এই ধনকুবের ৮ কোটি ডলারে দুবাইয়ে বিলাসবহুল বাড়িটি কিনেছেন। সেময় দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ির রেকর্ডের স্থায়িত্ব ছিল ১০ মাস। পরবর্তীতে অচেনা ক্রেতা ১৮ শয়নকক্ষ ও ৮ বাথরুমের একটি বিলাসবহুল বাড়ি কেনেন ৮ কোটি ২৪ লাখ ডলারে।
চলতি মাসে দুবাইয়ের জুমেইরা দ্বীপে ১৬ কোটি ৩০ লাখ ডলারে আরেকটি বিলাসবহুল বাড়ি কেনা হয়েছে। দুবাইয়ের ভূমি অধিদপ্তর অবশ্য বাড়ির ক্রেতার নামও প্রকাশ করেনি। এটিই দুবাইয়ের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির তালিকা দখল করে আছে।
মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কেনা বাড়িটি দুবাইয়ের উপকূলবর্তী একটি ভিলা। পাম জুমেইরার বাড়িটি চলতি বছরের শুরুর দিকে মুকেশ আম্বানির কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানির জন্য কেনা হয়।
অপর ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তালও সম্প্রতি দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে জানা যায়। ইকোনমিক টাইমস বলছে, দুবাইয়ের বাড়ির বাজার চাঙা হওয়ার পেছনে ভারতীয় ধনকুবেরদের হাতও আছে।
পৃথিবীর সব দেশের ক্ষমতা ও সামর্থ্যবানেরা সেখানে বাড়ি কিনছেন। রাশিয়ার তেল ব্যবসায়ীরা পশ্চিমা দেশগুলোতে নিষেধাজ্ঞার কবলে পড়ে যেমন দুবাইয়ে বাড়ি কিনছেন, তেমনি তেলের মূল্যবৃদ্ধির কারণে ফুলেফেঁপে ওঠা পার্শ্ববর্তী আরব দেশগুলোর ব্যবসায়ীরাও পাড়ি জমাচ্ছেন সেখানে।
দুবাই এখন বহুজাতিক ও বহু সাংস্কৃতিক নগর হয়ে উঠছে। ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম, বলিউড তারকা শাহরুখ, আম্বানি এখন পরভূমে পরস্পরের প্রতিবেশী।
অথচ এক দশকের কিছু বেশি সময় আগে দুবাই শহরের সম্পদ বাজার ধসে পড়ে। বর্তমানে সেই শহর বিশ্বের সব বড় বড় ব্যবসায়ীর পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে।
বিশ্বের বিলাসবহুল বাড়ির সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে দুবাই। কিন্তু দুবাই শহরের বড় বড় আবাসন ব্যবসায়ীদের ব্যাংকে শত শত কোটি ডলার ঋণ আছে। একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের ধূসর তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত। মূলত বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধ অর্থ সে দেশে ঢুকছে, এমন সন্দেহ থেকেই তারা আরব আমিরাতকে ধূসর তালিকায় রেখেছে। সন্দেহ আরও বৃদ্ধির কারণ হলো, দুবাইয়ের ভূমি বিভাগ এসব বাড়ির ক্রেতাদের নাম প্রকাশ করে না।



















