Rohingya terrorists : পাঁচ কৃষককে অপহরণ রোহিঙ্গা সন্ত্রাসীদের
- আপডেট সময় : ০৭:৩২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ৩১৫ বার পড়া হয়েছে
রোহিঙ্গা শিবির : ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
আশ্রিত রোহিঙ্গা শিবির ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগ বাড়াচ্ছে। সময় যত দীর্ঘ হচ্ছে, ততই গুরুতর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে রোহিঙ্গাদের একাধিক সন্ত্রাসী গ্রুপ। ডাকাতি, খুনোখুনি, মাদক ও নারী পাচারের মতো গুরুতর অপরাধে বহু রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে সুর্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে।
কৃষকদের অপহরণের পর মুক্তিপণের দাবিতে একজনকে গুলি করে এবং অপরজনকে কুপিয়ে আহত করে ফেলে গেলেও নজির আহমদ ও তার ছেলে মোহাম্মদ হোসেনকে অস্ত্রের মুখে পাহাড়ের দিকে নিয়ে যায়।
এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে ৫জন কৃষককে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের মুক্তিপণ হিসাবে পাঁচ লাখ টাকা দাবি করে। তিন কৃষককে আহত অবস্থায় উদ্ধারের পর কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজন এখনও নিখোঁজ।
শুক্রবার বিকেলে তিনজনকে আহত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, বাকি দুজনকেও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
জানা গেছে, অপহরণকারীরা প্রত্যেকের পরিবারকে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পাওয়ায় সন্ত্রাসীরা কৃষক শাহজাহানকে গুলি করে ও আবু বক্কর-মেহেদী হাসানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ওই কৃষকদের স্বজনেরা দল বেঁধে ঘটনাস্থলের দিকে গেলে আহত তিনজনকে ফেলে রেখে যায়।
এর আগেও রোহিঙ্গা সন্ত্রাসীরা হ্নীলা ও হোয়াইক্যং পাহাড়ি এলাকা থেকে একাধিকবার কৃষকদের অপহরণ করেছিল বলে জানা গেছে।





















