China : : তাইওয়ান দখলের হুমকি বেইজিংয়ের
- আপডেট সময় : ০৯:২৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ২১৩ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
‘সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনার হুমকি দেওয়া হচ্ছে’
ভয়েস ডিজিটাল ডেস্ক
সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখল করে নেওয়ার হুমকি দিয়েছে চীন। বুধবার চীনা মন্ত্রিসভার এক দপ্তর এক বিবৃতিতে সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের হুমকি দেয়। তাইওয়ানকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়া চলাকালীন চীন এমন ইঙ্গিত দিল। বিপরীতে তাইওয়ানও চীনা হামলা মোকাবিলায় সামরিক মহড়া চালাচ্ছে।
প্রায় এক সপ্তাহ ধরে তাইওয়ানের চারপাশে জোরালো সামরিক তৎপরতা চালিয়ে এবং সে দেশের স্থল ও জলসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও রণতরি প্রবেশ করিয়ে বেইজিং বেদখলের আশঙ্কা মোটেই উড়িয়ে দিচ্ছে না। তবে বিবৃতিতে ‘শান্তিপূর্ণ’ পথে পুনরেকত্রিকরণের ইচ্ছাও প্রকাশ করা হয়েছে।
তাইওয়ানকে ঘিরে চীনের শক্তি প্রদর্শনের ফলে ব্যবসা বাণিজ্যেরও প্রবল ক্ষতি হচ্ছে। বিশ্বব্যাপী পণ্য ও যন্ত্রাংশ সরবরাহের ক্ষেত্রে এই অঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশ এমন বিঘ্নের ফলে দুশ্চিন্তা প্রকাশ করে চীনের কড়া সমালোচনা করেছে। চীন আমেরিকার আচরণের প্রতিবাদে সে দেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সমুদ্রপথে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে চলমান সংলাপ থেকে সরে এসেছে। চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, মার্কিন স্পিকার পেলোসির সফরের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা বৈধ।
তাইওয়ানের বিদেশ মন্ত্রী জোসেফ উ মঙ্গলবার চীনা সেনাবাহিনীর মহড়ার ব্যাখ্যা করতে গিয়ে দাবি করেছেন, যে বেইজিং আসলে প্রশান্ত মহাসাগরের পশ্চিমের বড় অংশের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে চায়।






















