train accident : বাংলাদেশে ট্রেনের ধাক্কায় ১১ তরুণ নিহত
- আপডেট সময় : ০৬:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ২৪৯ বার পড়া হয়েছে
নিহত ১১ তরুণ , শুক্রবার ট্রেন দুর্ঘটনার আগে তোলা ছবি, যা এখন কেবলই স্মৃতি: ছবি সংগ্রহ
বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ১১ তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে। ১৫জনের একটি দল মাইক্রোবাস যেগে ফিরছিলেন। আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় লাফিয়ে পড়া একজন সুস্থ রয়েছে। শুক্রবার দুর্ঘটনাকালে সেখানে কোনো গেইটম্যান এবং সড়কের ওপর লেভেল ক্রসিংয়ে সিগন্যালও ছিল না। ফলে বিনা বাধায় রেললাইনের ওপর উঠে যায় মাইক্রোবাসটি।
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন আধিকারীক আনসার আলী সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সময় লাইনম্যান অনুপস্থিত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এনিয়ে চারসদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। কলিম উদ্দিন নামের এক ট্রেনযাত্রী বক্তব্য, তিনি কোন লেভেল ক্রসিংয়ে সিগন্যাল কিংবা লাইনম্যানকে দেখতে পাননি। পুলিশ জানায় মিরসরাই খৈয়াছড়া ঝরনা পর্যটনকেন্দ্র ভ্রমণ শেষে ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

ট্রেন দুর্ঘটনার সময় কোন গেইটম্যান ছিলো না বলে অভিযোগ
ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। মাইক্রোবাসের মোট ১৫ যাত্রীর ১১ জন ঘটনাস্থলেই নিহত হন। তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে বড়তাকিয়া রেলস্টেশনে রেখেছেন। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে।























