Sheikh Hasina-Manik Saha : শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ ২৪৮ বার পড়া হয়েছে
আনারস হস্তান্তর করছেন ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দিপক বৈদ্য : ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে সাড়ে ৭০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস হস্তান্তর করেন ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দিপক বৈদ্য।
১০০টি কার্টনে ভরা আনারস গ্রহণ করেন ভারতের সহকারী হাই কমিশনের অ্যাটাচে (চট্টগ্রামস্থ) মনিষ সিং। তিনি সাংবাদিকদের জানান, আনারসগুলো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পাঠিয়েছেন। এগুলো হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হবে।
এ সময় ত্রিপুরা রাজ্যের আগরতলার কাস্টমস সুপার প্রাণেশ ধর, আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশিষ নন্দী, আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ আবু বকরসহ আখাউড়া ও আগরতলা স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ২০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৮০০ কেজি আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















