National Identity Card : ঈদে লঞ্চ যাত্রায় লাগবে জাতীয় পরিচয়পত্র
- আপডেট সময় : ০৮:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ২৫৭ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
বিশেষ প্রতিনিধি, ঢাকা
এবারে ঈদ যাত্রায় লঞ্চ ভ্রমণে লাগবে এনআইডি তথা জাতীয় পরিচপত্র। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে এবার ঈদযাত্রায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি বা জন্ম সনদ ছাড়া কেউ লঞ্চের টিকিট কিনতে পারবে না। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌব্যবস্থাপনার অংশ রবিবার নৌপরিবহন মন্ত্রকে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লঞ্চের কেবিনে ইতিপূর্বে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে লঞ্চযাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দেখাতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের জন্ম সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে।
লঞ্চ কর্তৃপক্ষ জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম নিবন্ধন সনদ লিপিবদ্ধ করে রাখবেন। মন্ত্রী আরও বলেন, এ ছাড়া সমুদ্র উপকূলীয় এলাকায় চলাচলকারী লঞ্চগুলে দুর্ঘটনা ঘটলে যাত্রীর পরিচয় মেলেনা। তাই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদযাত্রা নিরাপদ করতে ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনের বেলায় মাওয়া ঘাটে ৮৩টি লঞ্চ চলাচল করছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে রাতের বেলা লঞ্চ চালানোর অনুমতি দেওয়া হলেও স্পিডবোট এবং বালুবাহী ট্রলার চলাচল করতে পারবে না।
মাওয়া ঘাটে এখন ছয়টি ফেরি চলাচল করছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে ফেরির সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে সারাদেশে ৫১টি ফেরি চলাচল করছে। ২৭ এপ্রিল থেকে পোশাক কারখানায় ধারাবাহিকভাবে ছুটি দেওয়া হবে। তাই ঘরে ফেরার চাপ কম থাকবে। ঈদে কোন নৌযানের ভাড়া বাড়বে না।





















