British-Russian Foreign Minister to visit India :একই দিনে ভারত সফরে বৃটেন-রুশ বিদেশমন্ত্রীর
- আপডেট সময় : ০৫:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২ ৩৭৫ বার পড়া হয়েছে
ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি ছবি সংগৃহীত
ইউক্রেনের যুদ্ধে ভারতের প্রতিক্রিয়ার প্রশংসা করেছে রাশিয়া
ভয়েস ডিজিহটাল ডেস্ক
বারুদে যখন জ্বলছে ইউক্রেন এবং এখনও পর্যন্ত প্রায় ৪০ লাখ লোক ইউক্রেন ছেড়েছে এমন এক পরিস্থিতিতে একই দিনে ভারত সফর করছেন, বৃটেন ও রাশিয়ার বিদেশমন্ত্রী।
শুক্রবার একই দিনে ভারত সফরে এসেছেন বৃটেনের বিদেশমন্ত্রী বিবেদশ মন্ত্রী লিজ ট্রাস এবং রাশিয়ার বিদেমমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এনিয়ে গোটা বিশ্বের চোখ এখন ভারতের দিকে।
রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ দুই দিনের সফরে এখন ভারতে রয়েছেন। দুই দেশের সম্পর্ক জোরদার করতেই রাশিয়ার তরফে এই সফর বলে প্রতিবেদনে বলা হয়েছে।
জানা গিয়েছে, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন ল্যাভরভ। এর আগে তিনি এক বিবৃতি প্রকাশ করেছেন। ল্যাভরভ বলেন, ইউক্রেনের যুদ্ধে ভারতের প্রতিক্রিয়ার প্রশংসা করেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার বিদেশ মন্ত্রী বলেন, আমরা প্রশংসা করি ভারত এই পরিস্থিতিকে সম্পূর্ণ বাস্তবতার মধ্যে নিচ্ছে এবং শুধুমাত্র একতরফা উপায়ে নয়। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এ নিয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো নিন্দা বা কড়া বার্তা জানানো হয়নি।
অন্যদিকে একই দিনে ভারত সফর করছেন ব্রিটিশ বিবেদশ মন্ত্রী লিজ ট্রাসও। ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান কতোটুকু গুরুত্বপূর্ণ তা এই দু’দেশের নেতার সফরই বুঝিয়ে দিচ্ছে।



















