India-Bangladesh meeting : বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ের প্রজেক্ট মনিটরিং কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ২৪০ বার পড়া হয়েছে
ঢাকায় ভারত-বাংলাদেশ পর্যায়ের বৈঠক ছবি: ভারতীয় হাইকমিশনের টুইটার থেকে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-ভারত গভর্নমেন্টাল লাইনস অফ ক্রেডিটের (এলওসি) অধীন প্রকল্পসমূহ পর্যালোচনায় উচ্চ পর্যায়ের প্রকল্প মনিটরিং কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার অর্থ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন সংবাদ বার্তায় এতথ্য জানানো হয়। এতে সহসভাপতিত্ব করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ও বাংলাদেশের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিস ফাতিমা ইয়াসমিন।
সংবাদবার্তায় জানানো হয়, গত বছরের ৩ জানুয়ারি অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের প্রকল্প মনিটরিং কমিটির প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে উল্লেখ করা হয় যে, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ভারতের লাইন অফ ক্রেডিট কর্মসূচির অধীনে বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং এলওসির অধীনে মোট প্রতিশ্রুত অর্থের পরিমাণ ৭.৮৬২ বিলিয়ন মার্কিন ডলার। বৈঠকে উভয় পক্ষই অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে উল্লেখ করে যে, ভারতীয় এলওসি কাঠামোর অধীনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এখন পর্যন্ত চুক্তিকৃত প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১ বিলিয়ন ডলার বিতরণের মাইলফলক কয়েক দিনের মধ্যে অর্জিত হতে চলেছে।
উভয় পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলে এক বছরে অর্থ বিতরণের গতি প্রায় দ্বিগুণ হয়েছে। এই সময় করোনা মহামারির ফলে উদ্ভূত চ্যালেঞ্জ সত্ত্বেও ২৩৮.৬৮ মিলিয়ন মার্কিন ডলার বিতরণের কথা উল্লেখ করা হয়েছে বলে সংবাদবার্তায় বলা হয়েছে।

সভায় বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিদেশ মন্ত্রক, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতীয় হাইকমিশন ও এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার আধিকারীকরা উপস্থিত ছিলেন। এই দ্বিপাক্ষিক বৈঠকটি প্রক্রিয়াগত সমস্যাগুলিকে মোকাবিলা করে ভবিষ্যৎ পরামর্শ দিয়ে প্রকল্পগুলির বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করতে গৃহীত কয়েকটি যৌথ উদ্যোগের মধ্যে অন্যতম।
Partners in transformative development journey!
HC @VDoraiswami & Secretary ERD co-chaired 2nd High Level Project Monitoring Committee Meeting on Indian 🇮🇳 LOC projects in Bangladesh 🇧🇩 on 27 March 2022.
Press Release 👉 https://t.co/Ux1ffK6qvk pic.twitter.com/5yoNkWBVcR
— India in Bangladesh (@ihcdhaka) March 28, 2022
উভয় পক্ষই বৈঠকের সময় বাস্তবায়নের বিষয়গুলির সকল দিক নিয়ে আলোচনা করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প কর্তৃপক্ষের দ্বারা ভারতীয় এলওসি প্রক্রিয়া ও পদ্ধতির ব্যাখ্যার মান নির্ধারণের প্রয়োজনীয়তা, প্রকল্প প্রস্তুতি এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) ত্বরান্বিত করা, বিড যোগ্যতার মানদণ্ড যুক্তিযুক্ত করা, বিল প্রক্রিয়াকরণ চক্র সংক্ষিপ্ত ও সরলীকরণ, চূড়ান্ত চুক্তি প্রদান ত্বরান্বিত করা, ভিসা প্রদানের পদ্ধতি সহজীকরণ ইত্যাদি। কারিগরি কমিটি কর্তৃক গৃহীতব্য পরবর্তী পদক্ষেপগুলিও উচ্চ পর্যায়ের কমিটি চিহ্নিত করেছে, যা যথাসময়ে কার্যকর স্তরে উদ্ভুত বিষয়গুলো আলোচনার জন্য বৈঠক করবে।




















