Mahatma Gandhi : মহাত্মা গান্ধীর ৭৪তম প্রয়ান দিবসে শ্রদ্ধা
- আপডেট সময় : ১১:২০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ২৩২ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ভারতের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী তথা মহাত্মা গান্ধীর ৭৪তম প্রয়াস দিবসে বাংলাদেশের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের গান্ধি ঘাটে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি ও নেতৃবৃন্দ।
এসময় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির সামনে দাঁড়িয়ে ২ মিনিট নীরবতা পালন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
১৯৪৮ সালের ৩০ জানুয়ারি ভারতের দিল্লির বিড়লা হাউজে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেন নাথুরাম গডসে। ভারত প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে থাকে। মহাত্মা গান্ধীর ৭৪তম প্রয়ান দিবসে রাজঘাটে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, মহাত্মা গান্ধী সমস্ত পরিস্থিতিতেই অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন যেটি ছিল স্বয়ংসম্পূর্ণ। তার নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং শাল যা তিনি নিজেই চরকায় বুনতেন। তিনি সাধারণ নিরামিষ খাবার খেতেন। শেষ জীবনে ফলম্লূই বেশি খেতেন। আত্মশুদ্ধি এবং প্রতিবাদের কারণে দীর্ঘ সময়ের জন্য উপবাস রয়েছেন।





















