মৈত্রী দিবসে টুইট: শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করতে চান মোদি
- আপডেট সময় : ০৫:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ৩৩০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
বাংলাদেশের স্বাধীনতার ১০ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বরবাংলাদেশকে স্বীকৃতি দেয়
ভারত। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মৈত্রী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবারে
মৈত্রী ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় হাইকমিশনের আয়োজনে একাত্তরের রণাঙ্গণের
স্মৃতিচারণ করেন বাংলাদেশের প্রবীণ মুক্তিযোদ্ধারা। সোমবার ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস
উপলক্ষে টুইটার বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও
গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করতে চান। ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজ ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা
যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বের ভিত্তিকে স্মরণ ও উদযাপন করি। বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে
আগ্রহী। একইসঙ্গে আমি শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। ঢাকা
ও দিল্লি ছাড়াও বিশ্বের ১৮টি দেশে ৬ ডিসেম্বর মৈত্রী দিবস পালিত হচ্ছে।





















