সংবাদ শিরোনাম ::
জলরঙে আঁকা হচ্ছে দুগ্গা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ৩৩২ বার পড়া হয়েছে
ইলা সূত্রধরের কবিতা
কৈলাশ কিংবা মর্ত্য
কোলকাতা কিংবা বালুরঘাট
গভীরতার শিকড় খুঁজে ফিরছে মাটি
তাই প্রায়শই নৌকা ভাসিয়ে
অজানা পথিক ঘর বেঁধে যায়
আমি এক সাধারণ নারী
তবু তোমরাই আমাকে উমা বানালে
শরতের মেঘ আর কাশের দোলায়
আকাশ রঙা নীলকন্ঠ পাখি
উড়ে এসে জানান দিচ্ছে দেবীপক্ষ
একটি দূরপাল্লার ট্রেন
রাত আর দিন এক করে দিল
আনন্দ ও বৈরাগের সহবস্থান
অবশেষে নদীতেই ভাসবে বলে
জলরঙে আঁকা হচ্ছে দুগ্গা
হৃদয় এখানে আচ্ছাদিত হবে
তাই বুকের ভেতর পুঁতেছি বটের চারা
আমি অপেক্ষায় চেয়ে বসে আছি
আত্রেয়ী কখন ভরা গঙ্গায় মিশবে
























