পদ্মায় যাত্রীবাহী নৌকাডুবি, ৪ জনের মৃতদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৯০ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি সংগৃহীত
সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে বুধবার বেলা আড়াইটার দিকে যাত্রীবাহী নৌকাডুবিতে এখনও পর্যন্ত ৪জনের মরদেহ উদ্ধার
হয়েছে। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি।
জানা গিয়েছে, শ্যালোমেশিন চালিত একটি নৌকা ৪০-৫০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর পাঁকা ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝ নদীতে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এতে
চারজনের মারা যায়। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে
উদ্ধার কাজ চালাচ্ছে। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, বিকেল ৪টা পর্যন্ত দুই থেকে মৃত ৪জনের মধ্যে দুইজনের পরিচিয় মিলেছে। তারা হলেন, পাকা ইউনিয়নের
বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০) এবং তার নাতি সিয়াম (৫)। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। দুর্ঘটনার পর
অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো ১৫-২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। পদ্মা নদীতে উত্তাল ঢেউ, তীব্র বাতাস আর অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে নৌকাটি ডুবে যাবার ঘটনা বলে মনে করেন চরপাকা গ্রামের বাসিন্দা আল আমিন জুয়েল।





















