খুলনার তেরখাদায় নির্মাণ হবে ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প
- আপডেট সময় : ১০:৫৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ৩১৬ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
খুলনার তেরখাদা উপজেলায় ৫০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই প্রকল্পের বাস্তবায়নে থাকছে পানামায় নিবন্ধিত বিনিয়োগ কোম্পানি বিজনেস রিসার্চ ইন্টারন্যাশনাল করপোরেশন (ব্রিক) ও সিঙ্গাপুরের হিরো ফিউচার
এনার্জি এশিয়ার যৌথ উদ্যোগ এই প্রকল্প বাস্তবায়ন করবে। বিদ্যুৎ বিভাগের অধীন ২০ বছর মেয়াদি প্রকল্পটিতে ব্যয় হবে ১ হাজার ৩২৮ কোটি ৯০ লাখ টাকা। বুধবার কমিটির সভায় অনুমোদন পায়।
কেন্দ্রের বিদ্যুতের ট্যারিফ চার্জ হবে কিলোওয়াট ঘণ্টায় ৮ টাকা ২০ পয়সা বা শূন্য দশমিক ১০২৬ মার্কিন ডলার। সৌর বিদ্যুৎ প্রকল্পের বাইরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরও চারটি প্রকল্প ওঠে মন্ত্রিসভা কমিটি কমিটিতে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, ময়মনসিংহ জোন প্রকল্পের প্যাকেজের আওতায় টার্নকি ভিত্তিতে ৬টি উপকেন্দ্রের যন্ত্রাংশ ও স্থাপন কাজের অনুমোদন পেয়েছে দেশীয়
আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ। এর ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৭ লক্ষ ৫৭ হাজার ৪৪৪ টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের শিকলবাহা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস
টারবাইনের হট গ্যাস পাথ ইন্সপেকশন সংশ্লিষ্ট যন্ত্রাংশ ক্রয়, স্থাপন এবং তদসংশ্লিষ্ট বিশেষজ্ঞ সেবার কাজ করবে মেসার্স জেঅ্যান্ডসি ইমপেক্স লিমিটেড। এতে ১০২ কোটি ৯৪ লক্ষ ৪৩ হাজার ৬৯২ টাকা ব্যয় হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক অতিরিক্ত ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল জরুরি বিবেচনায় জি-টু-জি সরবরাহকারী
প্রতিষ্ঠানের নিকট থেকে কোটেশন আহ্বানের মাধ্যমে আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি।
মন্ত্রিসভা কমিটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক দিনাজপুরের বড়পুকুরিয়া খনি হতে কয়লা উৎপাদনের কাজের অনুমোদন পায় চীনা প্রতিষ্ঠান এক্সএমসি-
সিএমসি কনসোর্টিয়াম। ৬ বছর মেয়াদে এই কাজে ১ হাজার ৪৯ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮২ টাকা ব্যয় হবে।






















