সংবাদ শিরোনাম ::
পর্যটক টানতে জম্মু-কাশ্মীরের পর্যটন কর্মকর্তারা কলকাতায়
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৯:৫৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ২৮১ বার পড়া হয়েছে
জম্মু-কাশ্মীরের পর্যটন বিভাগ কলকাতায় একটি প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে ট্রাভেল ট্রেড অ্যাসোসিয়েশনের সকল নামকরা ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং পশ্চিমবঙ্গের পর্যটন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।
জানা গেছে, জম্মু-কাশ্মীরের পর্যটন বিভাগের দলটির প্রতিনিধিত্ব করেছেন অতিরিক্ত সচিব ওয়াসিম রাজা এবং সহকারী পরিচালক অম্বিকা বালি এবং কলকাতার ইনচার্জ ট্যুরিস্ট অফিসার আহসানুল হক।
জম্মু-কাশ্মীরে নতুন পর্যটন পণ্য, পরিষেবা এবং উৎসব সম্পর্কে বিস্তারিত বলেন ওয়াসিম রাজা। পর্যটন বিভাগ আগামী কয়েক মাসের মধ্যে ধারাবাহিকভাবে যেসব উৎসব আয়োজন করতে যাচ্ছে, সে ব্যাপারেও বক্তব্য দেন তিনি। এসব উৎসবের মধ্যে জনপ্রিয় কিছু আয়োজনও থাকছে।
সূত্র: ইন্ডিয়া ব্লুমস।






















