ভারতে আটক সোহেল রানাকে ফেরানোর প্রতিক্রিয়া চলছে, ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৫:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ৩০৮ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
ভারতে বিএসএফ’র আটককৃত বাংলাদেশ পুলিশের ঢাকার বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে বরখাস্ত করা হয়েছে। তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালানোর হচ্ছে। ঢাকা
মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম রবিবার বলেছেন, সোহেল রানাকে নিয়ে তদন্ত চলছে জানিয়ে মহানগর পুলিশ প্রধান সংবাদমাধ্যমকে বলেন, দ্রুত এ বিষয়ে বিভাগীয়
ব্যবস্থা নেবে পুলিশ। বাংলাদেশে ই-কমার্স ব্যবস্যা প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’ চটকদার বিজ্ঞাপন দিয়ে ১ হাজার ১০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানের মালিক মাকসুদুর রহমান ও স্ত্রী
সোনিয়া মেহজাবিন ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা এখন জেল হাজতে। ধৃতরা সোহেল রানার বোন ও ভগ্নিপতি। তিনি নেপথ্যে রেখে এর পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে আসছিলেন।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, সোহেল রানা ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তার বোন ও ভগ্নিপতি ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’পরিচালনা করতেন। তারা ইতিমধ্যে
গ্রেফতার হয়েছেন। শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) সদস্যরা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সোহেল রানাকে আটক করেন। ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনী বলেছে, আটকের সময় তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল এবং এটিএম কার্ড জব্দ করা হয়েছে। তাকে মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






















