মাছের খনি পদ্মা: ১০ মণ ওজনের এক মাছ ৮০ হাজার টাকা
- আপডেট সময় : ০৭:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ২৫৩ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
মাছের প্রাকৃতিক খনি পদ্মা। মাঝে মাঝেই পদ্মায় মৎস্যজীবীর জালে ধরা পড়ছে বিশাল আকৃতির মাছে। ২০ জুন পদ্মায় ধরা পড়ে ৭১ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয় ৬৫ হাজার টাকায়। শুক্রবার পদ্মায় ধরা পড়ে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস। মাছটি বিক্রি হয় ৩০
হাজার ৮০০ টাকায়। এর আগে ৯ জুলাই ১৩ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ে। যেটি বিক্রি হয়েছে ৪৩ হাজার ৭২৫ টাকায়।
এবারে রবিবার ভোররাতে রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১০ মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ ধরা পড়ে। মৎস্যজীবী বাবু হলদারের জালে ধরা পড়া বিশালকৃতির মাছটি দেখার জন্য মাছের আড়তের সামনে ভিড় জমায় উৎসুক জনতা। কুটি মন্ডল নামের রাজবাড়ীর মাছ ব্যবসায়ী
মৎস্যজীবী রেজাউলের কাছ থেকে ১০ মণ ওজনের মাছটি ৮ হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকায় কিনে নেন। এমনিভাবে পদ্মায় প্রায় প্রতিনিয়ত বিশাল আকৃতির নানা প্রজাতির মাছ ধরা পড়ছে।

মৎস্যজীবী বাবু হলদার জানালেন, বহুদিন পর তার জালে এত বড় একটা মাছ ধরা পড়াছে। জালে আটকানোর বিশাল আকৃতির মাছটি বেশি লাফালাফি করেনি। যে কারণে দ্রুত সময়ের তা ডাঙ্গায় তোলা সম্ভব হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, এটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। সাধারণত কক্সবাজার এলাকায় এটি পাওয়া যায়। এসব মাছ খুব কম পাওয়া যায়। এই মাছ খেতে খুব সুস্বাদু।






















