47 thousand students : বিয়ের পিঁড়িতে ৪৭ হাজার শিক্ষার্থী !
- আপডেট সময় : ০৮:৫১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২ ৩১০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
বিয়ের পিঁড়িতে ৪৭ হাজার শিক্ষার্থী ! একবিংশ শতকে এসে এমন গা শিউড়ে ওঠা তথ্য। ভাবা যায়? তারপরও হচ্ছে, থামছে না। এ ব্যাপারে শিক্ষাবিদ, গবেষক ও সমাজচিন্তক ড. বিরাজলক্ষী ঘোষের লেখা থেকে জেনে নেব।
বাল্যবিবাহ যেকোন স্থানেই হোক এটা একটা অভিশাপ। কেননা, এনিয়ে পরবর্তী সময়ে অভিভাবককে অতন্ত বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বাল্যবিবাহ নানা কারণে হয়ে থাকে। সংসারে অভাব-অনটন, কোন ব্যক্তির থাবা থেকে সন্তানকে রক্ষা ইত্যাদি কারণ রয়েছে নেপথ্যে।
শৈশবে দুটো বেণী পিঠের ওপরে নাচানাচি করবে, আর দূরন্ত কিশোরীটি মাঠে-ঘাটে ছুটোছুটি করছে, এমন দৃশ্যের বদলে সে কিনা বউ সেজেছে! কিছুদিন পর আবার সন্তান সম্ভবা কিশোরী মেয়েটি মায়ের হাত ধরে ডাক্কার বাবুর চেম্বারে।
যা হোক, বাংলাদেশের ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিমারীকালীন এক বছরে বাল্যবিবাহ হয়েছে ৪৭ হাজার ৪১৪ শিক্ষার্থীর। এ সময় শিশুশ্রমে যুক্ত হয়েছে ৭৭ হাজার ৭০৬ জন। ১১ হাজার ৬৭৯টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৪ লাখ ৮১ হাজার ৫৫ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় আর অংশ নেওয়া হয়নি।
বাল্যবিবাহর কারণে শিক্ষার্থী অনুপস্হিতির হার সবচেয়ে বেশি রাজশাহী অঞ্চলে, যা মোট ১৫ দশমিক ৮২ শতাংশ। সিলেটে সর্বনিম্ন ৪ দশমিক ৩০ শতাংশ। শিশুশ্রমের কারণে শিক্ষার্থীর অনুপস্থিতির হার সর্বোচ্চ রাজশাহী।





















