৯ কোটি ২০ লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নিলো কলকাতা নাইট রাইডার্স
- আপডেট সময় : ১১:০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
আইপিএল নিলামের প্রথম দিনেই তৈরি হয় তীব্র উত্তেজনা ও চমক। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠেই মোস্তাফিজকে দলে নিতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। এরপর লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। একপর্যায়ে দর বাড়তে বাড়তে ৯ কোটি ২০ লাখ রুপিতে পৌঁছালে শেষ পর্যন্ত মোস্তাফিজকে নিজেদের স্কোয়াডে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।
এই দর বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যা বর্তমান বিনিময় হারে প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি।
মোস্তাফিজ এর আগেও একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসে খেলাকালীন তার সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ২ কোটি ২০ লাখ রুপি। এছাড়া তিনি সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নেমেছেন। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫টি উইকেট শিকার করেছেন এই কাটার মাস্টার। কলকাতার জার্সিতে তার পারফরম্যান্স এখন দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।



















