৫ দেশের কারণে রোহিঙ্গা সংকট ঝুলে আছে ড. মোমেন

- আপডেট সময় : ১০:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ৩০৭ বার পড়া হয়েছে
জাতিসংঘের স্থায়ী পরিষদের পাঁচ সদস্যের জন্য রোহিঙ্গা সংকট ঝুলে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিশেষ করে চীন ও রাশিয়ার কথা উল্লেখ করেন ড. মোমেন।
এসময় বিদেশমমন্ত্রী বলেন, তবুও আমরা প্রত্যাশা করছি এ সংকটের সমাধান হবে। বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। ড. মোমেন বলেন, জাতিসংঘ আমাদের অনেক প্রত্যাশা পূরণ
করতে পারেনি। তারপরও জাতিসংঘের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। জাতিসংঘ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। সেজন্য জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে গর্বিত।

বাংলাদেশও জাতিসংঘকে নিয়ে গর্বিত। রবিবার জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানান ড. মোমেন। ঢাকাবাসীর আয়োজনে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে কামরুল ইসলাম এমপি বলেন, হাজার বছর ধরে এ অঞ্চলের হিন্দু-মুসলমানরা সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর চক্রান্ত
চলছে। এ চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেক প্রমুখ বক্তব্য রাখেন।