২৬-এর নির্বাচনে এআই অপব্যবহার রুখতে গঠিত হচ্ছে সেন্ট্রাল সেল

- আপডেট সময় : ০৬:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
২৬-এর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গুজব ও অপতথ্য ছড়ানোর আশঙ্কা মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্যে গঠিত হতে যাচ্ছে একটি সমন্বিত ‘সেন্ট্রাল সেল’, যা এআই-এর অপব্যবহার প্রতিরোধে কাজ করবে।
মঙ্গলবার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে এই তথ্য জানালেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, এআই-এর অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনী প্রক্রিয়ায় এর অপব্যবহার রোধে কমিশন দীর্ঘদিন ধরে কাজ করছে। নির্বাচনের সময় অপতথ্য রোধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।
তিনি আরও জানান, নির্বাচনী সময়ে অপতথ্য ও গুজব রোধেকে, কীভাবে এবং কোথায় দায়িত্ব পালন করবে, তা নির্ধারণ করা জরুরি। বিশেষ করে দুর্গম অঞ্চলে এআই-নির্ভর বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আলাদা পরিকল্পনা গ্রহণ করতে হবে।
ইসি সূত্রে জানা গেছে, গঠিতব্য সেন্ট্রাল সেল তথ্য যাচাই, পর্যবেক্ষণ ও দ্রুত প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।