২৬’র রমজানের আগেই জাতীয় নির্বাচন চান জামায়াত আমির

- আপডেট সময় : ০৬:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
২৬’র রমজানের আগেই জাতীয় নির্বাচন চান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পক্ষে নিজের দলের অবস্থান তুলে ধরেন জামায়াত আমির।
বুধবার মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।
সম্প্রতি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আসা শফিকুর রহমান বলেন, তারা (মার্কিন প্রতিনিধি দল) শুধু এটাই জানতে চেয়েছে, কখন আমরা নির্বাচন অনুষ্ঠানটা দেখতে চাচ্ছি। আমরা বলেছি, সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। তার কমিটমেন্টে ঠিক আছেন কিনা দেখতে চাই।
শফিকুর রহমান বলেন, আমাদের ভিউ হচ্ছে, এটা রমজানের আগেই শেষ হয়ে যাক। জুন পর্যন্ত অপেক্ষা, কখন বর্ষা, ঝড়ঝাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা যাবে।
একজন সাংবাদিক জানতে চান, জামায়াত তাহলে আগামী রোজার আগেই নির্বাচন চাইছে কি না। জবাবে শফিকুর রহমান বলেন, হ্যাঁ। ২৬’র প্রথম রমজানে আগেই নির্বাচন চান।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে নির্বাচন প্রশ্নে দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপির সঙ্গে জামায়াতের মতভিন্নতা দেখা দেয়।