ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

১৪০০ বছরের ইতিহাসে পেল প্রথম নারী আর্চবিশপ পেলো ক্যান্টারবেরি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

১৪০০ বছরের ইতিহাসে পেল প্রথম নারী আর্চবিশপ পেলো ক্যান্টারবেরি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুলালি বিশ্বজুড়ে থাকা ৮ কোটি ৫০ লাখের মতো অ্যাংলিকান খ্রিষ্টানের অলঙ্কারিক প্রধানও হলেন

১৪০০ বছরের ইতিহাসে পেল প্রথম নারী আর্চবিশপ পেলো ক্যান্টারবেরি। ক্যান্টারবেরির নতুন আর্চবিশপ হিসেবে সারাহ মুলালিকে নিয়োগ দিয়েছে ব্রিটেন। চার্চ অব ইংল্যান্ডের ১,৪০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী এ পদ পেলেন।

আর্চবিশপ হওয়ার মাধ্যমে মুলালি বিশ্বজুড়ে থাকা ৮ কোটি ৫০ লাখের মতো অ্যাংলিকান খ্রিষ্টানের অলঙ্কারিক প্রধানও হলেন।

কিন্তু একজন নারী এ পদে আসায় আফ্রিকার বিভিন্ন দেশে থাকা রক্ষণশীল চার্চগুলোর সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ধর্মতাত্ত্বিক বিভাজন আরও তীব্র হওয়ার আশঙ্কা সৃষ্টি হল।

তিনি এ পদে আসায় আফ্রিকার বিভিন্ন দেশে থাকা রক্ষণশীল চার্চগুলোর সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ধর্মতাত্ত্বিক বিভাজন আরও তীব্র হওয়ার আশঙ্কা সৃষ্টি হল।

১১ বছর আগে সূচিত সংস্কারের পথ ধরে আর্চবিশপ পদে নারী নিয়োগের পথ সুগম হয়েছিল। ক্যান্টারবেরির ১০৬তম আর্চবিশপ হিসাবে নাম ঘোষিত হওয়ায় মুলালি ব্রিটিশ জনজীবনের সর্বশেষ সেই খাতগুলোর একটির নেতৃত্বে এলেন, যেখানে আগে কেবল পুরুষদেরই নেতা দেখা গেছে।

কিন্তু বিশ্বজুড়ে থাকা অ্যাংলিকান খ্রিষ্টানদের সিংহভাগ এই নিয়োগ মেনে নেবে কিনা তা নিয়ে সন্দেহ থাকছেই; এই খ্রিষ্টানদের দুই তৃতীয়াংশেরই বাস নাইজেরিয়া, কেনিয়া ও উগান্ডার মতো আফ্রিকার দেশগুলোতে।

৬৩ বছর বয়সী মুলালি একসময় নার্স ছিলেন। ২০০০ এর দশকের শুরুর দিকে তিনি ইংল্যান্ডের প্রধান নার্সিং কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন। তিনি চার্চগুলোতে একটি উন্মুক্ত ও স্বচ্ছ সংস্কৃতি তৈরি করার পক্ষে কাজ করছেন, যেখানে ভিন্নমত ও মতবিরোধের স্থান থাকবে।

নার্সিং এবং যাজকের কাজের মধ্যে অনেক মিল রয়েছে। সবই মানুষকে ঘিরে, এবং তাদের পাশে বসে থাকা, যখন তারা সবচেয়ে কঠিন সময় পার করছে, একটি ম্যাগাজিনকে একবার এমনটাই বলেছিলেন মুলালি।

রাজা চার্লসের আনুষ্ঠানিক সম্মতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় শুক্রবার চার্চ অব ইংল্যান্ডের নতুন নেতা মুলালির নাম ঘোষণা করেন।

রাজা হিসাবে চার্লসই চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ গভর্নর; ষোড়শ শতকে ক্যাথলিক চার্চ থেকে আলাদা হওয়ার পর রাজা অষ্টম হেনরি এই পদ সৃষ্টি করেছিলেন।

শিশু নির্যাতন আড়ালজনিত কেলেঙ্কারিতে জাস্টিন ওয়েলবি পদত্যাগ করায় গত নভেম্বর থেকে চার্চ অব ইংল্যান্ডের কোনো নেতা ছিল না। মুলালি সেই শূন্যস্থান পূরণ করলেন। বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৪০০ বছরের ইতিহাসে পেল প্রথম নারী আর্চবিশপ পেলো ক্যান্টারবেরি

আপডেট সময় : ০৫:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

মুলালি বিশ্বজুড়ে থাকা ৮ কোটি ৫০ লাখের মতো অ্যাংলিকান খ্রিষ্টানের অলঙ্কারিক প্রধানও হলেন

১৪০০ বছরের ইতিহাসে পেল প্রথম নারী আর্চবিশপ পেলো ক্যান্টারবেরি। ক্যান্টারবেরির নতুন আর্চবিশপ হিসেবে সারাহ মুলালিকে নিয়োগ দিয়েছে ব্রিটেন। চার্চ অব ইংল্যান্ডের ১,৪০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী এ পদ পেলেন।

আর্চবিশপ হওয়ার মাধ্যমে মুলালি বিশ্বজুড়ে থাকা ৮ কোটি ৫০ লাখের মতো অ্যাংলিকান খ্রিষ্টানের অলঙ্কারিক প্রধানও হলেন।

কিন্তু একজন নারী এ পদে আসায় আফ্রিকার বিভিন্ন দেশে থাকা রক্ষণশীল চার্চগুলোর সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ধর্মতাত্ত্বিক বিভাজন আরও তীব্র হওয়ার আশঙ্কা সৃষ্টি হল।

তিনি এ পদে আসায় আফ্রিকার বিভিন্ন দেশে থাকা রক্ষণশীল চার্চগুলোর সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ধর্মতাত্ত্বিক বিভাজন আরও তীব্র হওয়ার আশঙ্কা সৃষ্টি হল।

১১ বছর আগে সূচিত সংস্কারের পথ ধরে আর্চবিশপ পদে নারী নিয়োগের পথ সুগম হয়েছিল। ক্যান্টারবেরির ১০৬তম আর্চবিশপ হিসাবে নাম ঘোষিত হওয়ায় মুলালি ব্রিটিশ জনজীবনের সর্বশেষ সেই খাতগুলোর একটির নেতৃত্বে এলেন, যেখানে আগে কেবল পুরুষদেরই নেতা দেখা গেছে।

কিন্তু বিশ্বজুড়ে থাকা অ্যাংলিকান খ্রিষ্টানদের সিংহভাগ এই নিয়োগ মেনে নেবে কিনা তা নিয়ে সন্দেহ থাকছেই; এই খ্রিষ্টানদের দুই তৃতীয়াংশেরই বাস নাইজেরিয়া, কেনিয়া ও উগান্ডার মতো আফ্রিকার দেশগুলোতে।

৬৩ বছর বয়সী মুলালি একসময় নার্স ছিলেন। ২০০০ এর দশকের শুরুর দিকে তিনি ইংল্যান্ডের প্রধান নার্সিং কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন। তিনি চার্চগুলোতে একটি উন্মুক্ত ও স্বচ্ছ সংস্কৃতি তৈরি করার পক্ষে কাজ করছেন, যেখানে ভিন্নমত ও মতবিরোধের স্থান থাকবে।

নার্সিং এবং যাজকের কাজের মধ্যে অনেক মিল রয়েছে। সবই মানুষকে ঘিরে, এবং তাদের পাশে বসে থাকা, যখন তারা সবচেয়ে কঠিন সময় পার করছে, একটি ম্যাগাজিনকে একবার এমনটাই বলেছিলেন মুলালি।

রাজা চার্লসের আনুষ্ঠানিক সম্মতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় শুক্রবার চার্চ অব ইংল্যান্ডের নতুন নেতা মুলালির নাম ঘোষণা করেন।

রাজা হিসাবে চার্লসই চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ গভর্নর; ষোড়শ শতকে ক্যাথলিক চার্চ থেকে আলাদা হওয়ার পর রাজা অষ্টম হেনরি এই পদ সৃষ্টি করেছিলেন।

শিশু নির্যাতন আড়ালজনিত কেলেঙ্কারিতে জাস্টিন ওয়েলবি পদত্যাগ করায় গত নভেম্বর থেকে চার্চ অব ইংল্যান্ডের কোনো নেতা ছিল না। মুলালি সেই শূন্যস্থান পূরণ করলেন। বিবিসি