হাদি হত্যাকান্ড ঘিরে উত্তেজনা ঢাকার বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন
- আপডেট সময় : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ দেশে ফেরাকে কেন্দ্র করে বাংলাদেশে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বিজিবির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকা ছাড়াও নগরীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল ও অবস্থান জোরদার করা হয়েছে।
ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত হাদির মরদেহ বহনকারী উড়োজাহাজটি শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে তার কফিন নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে।

হাদির জানাজা শনিবার দুপুরে জাতীয় সংসদ এলাকার পাশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, মরদেহ পৌঁছানোকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় শরীফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও বৃহস্পতিবার সেখানে তার মৃত্যু হয়।
হাদির মৃত্যুর খবরে ঢাকায় ক্ষোভ-বিক্ষোভ করে প্রতিবাদী ছাত্র-জনতা। একপর্যায়ে প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া ছায়ানটসহ কয়েকটি স্থাপনায় হামলার অভিযোগ ওঠে।
পরে শাহবাগ দখলে নিয়ে প্রতিবাদী ছাত্র-জনতা বিক্ষোভে নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।



















