হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়াবে না ইনকিলাব মঞ্চ
- আপডেট সময় : ০৮:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে ছাড়াবে না বলে ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে পরিস্থিতি জটিল হলে যমুনা ঘেরাওসহ কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে ইনকিলাব মঞ্চ। বিকেলের দিকে অবরোধস্থলেই নেতারা এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শাহবাগে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
টানা অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ অব্যাহত থাকবে।
পাশাপাশি শনিবার (২৭ ডিসেম্বর) সারাদেশে অবরোধ কর্মসূচির ঘোষণাও আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। শাহবাগ এলাকায় চলমান এ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও সতর্ক পরিস্থিতি বিরাজ করছে।

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় দখল করে দিনভর বিক্ষোভ চালিয়েছে ইনকিলাব মঞ্চ। আন্দোলনের ধারাবাহিকতায় সংগঠনটি শুক্রবার রাতভর শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে।
শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগে জড়ো হতে শুরু করেন। জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে এসে অবস্থান নেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে জনসমাগম বাড়তে থাকে। সন্ধ্যা সাড়ে ছয়টার পরও বিক্ষোভকারীরা স্লোগান ও সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি অব্যাহত রাখেন। অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতারের জন্য সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো অগ্রগতি না হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

তিনি অভিযোগ করেন, সরকার ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং এখন খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তার ভাষায়, “পদত্যাগ কোনো সমাধান নয়, খুনিদের গ্রেফতারই একমাত্র সমাধান।”
তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে রাতভর অবস্থান কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি সেখানে মারা যান। হাদি হত্যার বিচার দাবিতে চলমান এই আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



















