ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

হবিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল মাদক উদ্ধার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৩৫৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল মাদক উদ্ধার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনা বাহিনী। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজের উপর দিয়ে মাদক পরিবহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা বিশেষ চেকপোস্ট বসায়।

এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. রমজান ফকির (২৬), পিতা: দুধ মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ এবং মো. সুজন মিয়া (২০), পিতা: মো. মধু মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।

অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে— ৯৮ বোতল ফেনসিডিল (১০০ মিলি), ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে সেনা সদস্যরা।

সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সেনাবাহিনীর এ বিশেষ অভিযানে এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে । স্থানীয়রা মাদক নির্মূলে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল মাদক উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনা বাহিনী। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজের উপর দিয়ে মাদক পরিবহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা বিশেষ চেকপোস্ট বসায়।

এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. রমজান ফকির (২৬), পিতা: দুধ মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ এবং মো. সুজন মিয়া (২০), পিতা: মো. মধু মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।

অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে— ৯৮ বোতল ফেনসিডিল (১০০ মিলি), ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে সেনা সদস্যরা।

সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সেনাবাহিনীর এ বিশেষ অভিযানে এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে । স্থানীয়রা মাদক নির্মূলে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।